দেশনিউজ

ব্যাঙ্কে আর হবে না কাজ! জেনে নিন কি কারন!

Advertisement

ব্যাঙ্কের কাজ বাকি থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন নইলে পড়তে পারেন গভীর চিন্তায়। কারণ আগামী সপ্তাহে  চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই মঙ্গলবারের ও বুধবারের মধ্যেই ব্যাঙ্কের সমস্ত কাজ সেরে ফেলুন। চারটি ব্যাঙ্কের ইউনিয়নের তরফ থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকা হয়েছে।

ব্যাঙ্কের ধর্মঘট শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে। ২৬ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর, এই দু’দিন ধর্মঘটের দরুন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপরের দু‘দিন অর্থাৎ ২৮ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে শনি ও রবিবার হাওয়ার ফলে ছুটি থাকবে ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর, সোমবার ষাণ্মাষিক ক্লোজিংয়ের দিন। ফলে সেইদিন ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকদের জন্য খোলা থাকবে না।

চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সবথেকে বেশি অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের। কারণ ২৫ তারিখ কোন চেক পেশ করা হলে সেটি ক্লিয়ারেন্স হতে সময় লাগবে সাতদিন। তবে স্বস্তির খবর এই যে ধর্মঘটের সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইন RTGS, NEFT, IMPS ও UPI এর মতো পরিষেবা মিলবে বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশের দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিলিয়ে ৪টি ব্যাঙ্কে পরিণত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর ব্যাঙ্ক ইউনিয়ন কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Related Articles

Back to top button