ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

Advertisement

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে আমরা সকলেই কমবেশি টাকা রাখি। কিন্তু বর্তমানে বেশিরভাগ বড় ব্যাঙ্কগুলিই ফিক্সড ডিপোজিটে ৬-৬.৫% সুদ দেয়। কিন্তু এমন অনেকগুলি ছোট ব্যাঙ্ক আছে যেগুলো ৮-৯% শতাংশ পর্যন্ত সুদ দেয় ফিক্সড ডিপোজিটে। এই ব্যাঙ্ক গুলির শাখায় না গিয়ে আপনি ঘরে বসেই অনলাইনে ফিক্সড ডিপোজিট করতে পারেন। এরকমই কয়েকটি ব্যাঙ্ক আছে যেগুলোতে ফিক্সড ডিপোজিটে ৮-৯% পর্যন্ত সুদ দেয়। জেনে নিন এমনই কিছু ব্যাঙ্কের সম্বন্ধে।

উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৪.৭৫-৯% পর্যন্ত সুদ দেয়। যদি এক বছরের জন্যে ফিক্সড ডিপোজিট হয় তবে ৭.২৫% সুদ দেয় ব্যাঙ্ক। যদি ৭৭৭ দিনের বেশি ধরে ফিক্সড ডিপোজিট করা হয় তাহলে ৯% পর্যন্ত সুদ দেওয়া হয়। ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ৭ বছর সময়কালে ৪-৯% সুদ দেয় এবং বয়স্ক দের জন্য ৪.৫-৯.৫% পর্যন্ত সুদ দেয়।

আরও পড়ুন : আধারের সাথে প্যান কার্ডের লিংক না থাকলে ১০ হাজার টাকা জরিমানা

সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্কের মতো সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ৭ বছর সময়কালে ৪-৯% সুদ দেয় এবং বয়স্ক দের জন্য ৪.৫-৯.৫% পর্যন্ত সুদ দেয়। তাই আপনার ফিক্সড ডিপোজিট এইসমস্ত ব্যাঙ্কে রাখতে পারেন। এই সমস্ত ব্যাঙ্কগুলিই আরবিআই অনুমোদিত, সুতরাং ভয়ের কোনোই কারন নেই।

Related Articles

Back to top button