আজ ১ লা অক্টোবর, ভারতজুড়ে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটছে যার সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। তাই দেশের কোথায় কি হচ্ছে, সেটা জেনে নেওয়াটা খুবই জরুরী। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে গাড়ির দাম বৃদ্ধি, দিল্লিতে বিদ্যুৎ ভর্তুকি, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়ম, মিউচুয়াল ফান্ডের নিয়ম, অটল পেনশন যোজনা ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে দেখে নিন দেশজুড়ে ১ লা অক্টোবর থেকে কি কি পরিবর্তন হয়েছে।
প্রথমেই আসা যাক বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়া প্রসঙ্গ নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন যে দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাওয়ার নিয়ম বদলে গেছে। আগামী ৩১ সেপ্টেম্বরের পর থেকে বিদ্যুৎ বিলে দিল্লি সরকার যা ভর্তুকি দিত তা বন্ধ করে দিতে চলেছে। এখন থেকে শুধুমাত্র ভর্তুকির জন্য আবেদনকারী গ্রাহকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন।
আবারও ১ লা অক্টোবর বড় পরিবর্তন হচ্ছে দিল্লির শীতকালীন কর্মপরিকল্পনা প্রসঙ্গ নিয়ে। শীতকাল প্রায় আসতেই চলেছে। এই সময় থেকেই দিল্লি এনসিআর এর বায়ু বিপদজনকভাবে দূষিত হয়ে যায়। এই পরিস্থিতিতে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) প্রয়োগ করে। এই পরিকল্পনার আওতায় দূষণ বাড়াতে পারে এমন সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এমন পরিস্থিতিতে দিল্লিতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং শিল্প কারখানা বন্ধ থাকবে।
এছাড়া আজ থেকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে। আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১ অক্টোবর থেকে টোকেনাইজেশন সিস্টেমের পরিবর্তন হবে। কার্ডধারীরা পেমেন্ট করার জন্য এবার এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আগে অর্থ প্রদান করতেন তাহলে আপনার কার্ডের তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে সংরক্ষিত থাকতো। তাতে অনলাইন জালিয়াতির সম্ভাবনা বেড়ে যেতে। এবার থেকে অর্থ প্রদানের সময় লেনদেনের একটি টোকেন তৈরি হবে এবং তাঁর মাধ্যমে অর্থ প্রদান করা যাবে।
আপনি যদি প্রায় ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে ভারতীয় রেলের এই পরিবর্তনের খবর অবশ্যই পড়বেন। চলতি অক্টোবর মাসে ভারতীয় রেলওয়ে অনেক ট্রেনের সময় পরিবর্তন করেছে। এই ট্রেনগুলি নির্ধারিত সময়ের আগে বা পরে স্টেশন থেকে ছাড়বে। তাই আপনার যদি এমন কোনো ট্রেনে টিকিট থাকে তাহলে অবশ্যই irctc ওয়েবসাইটে পরিবর্তিত ট্রেনের টাইম টেবিল দেখে নিন।
অটোমোবাইল মেকার Volkswagan আগের তুলনায় অনেকটাই দামি হয়ে গেল। আজ পয়লা অক্টোবরের পর থেকে কোম্পানির কোটেশন দামের পরিবর্তন হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানা গিয়েছে তাদের গাড়ির দাম ১ লা অক্টোবর থেকে ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।