ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৯৫ টাকা দিয়ে পেয়ে যান ১৪ লাখ টাকা, পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে দারুন সুযোগ

কম বিনিয়োগ করে অসাধারণ রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিম

Advertisement

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। আর এই ঝুঁকিহীন বিনিয়োগ করার সুযোগ দেয় পোস্ট অফিস। সম্প্রতি পোস্ট অফিস একটি নতুন স্কিম এনেছে যাতে কম বিনিয়োগ করেই অসাধারণ রিটার্ন পাওয়া যাবে। কি এই স্কিম? জানতে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

পোস্ট অফিস সম্প্রতি যে স্কিম এনেছে তার নাম হলো সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এই মুদ্রাস্ফীতির যুগে প্রত্যেকটি চান স্বল্প বিনিয়োগ করে বেশি পরিমাণ রিটার্ন পেতে। কিন্তু বেসরকারি মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই বেশি। তাই বর্তমানে ঝুঁকি না নিতে চাইলে বিনিয়োগের সবচেয়ে উপযোগী জায়গা হল পোস্ট অফিস। এছাড়া ইন্ডিয়া পোস্ট সময় সময় বিভিন্ন ধরনের স্কিম এনে আমানতকারীদের কখনোই নিরাশ করেনি। আপনাদের জানিয়ে রাখি, সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিমে একজন ব্যক্তি দৈনিক ৯৫ টাকা জমা দিয়ে ১৪ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারেন।

আসলে সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম হলো একটি এন্ডাওমেন্ট প্ল্যান। যাদের বারবার অর্থের প্রয়োজন হয় তাদের জন্য এই স্কিম খুবই উপযোগী। এই পলিসি নেয়ার জন্য আপনার বয়স ১৯ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই সুবিধা নিতে পারবে। এই স্কিমে আপনাকে প্রতিদিন ৯৫ টাকার প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ গোটা মাসে ২৮৫০ টাকা জমা দিতে হবে আপনাকে। সেই হিসাবে তিন মাসের জন্য ৮৮৫০ টাকা ও ৬ মাসের জন্য ১৭১০০ টাকা দিতে হবে। আপনি বিনিয়োগ করলে ম্যাচুরিটিতে ১৪ লাখ টাকা পাবেন। এই স্কিম ১০ লাখ টাকার নিশ্চিত বিমারাশি প্রদান করে। পলিসিধারক মারা গেলে তার পরিবার ১০ লক্ষ টাকা ছাড়াও বোনাস পেয়ে যাবেন। এই পলিসির মেয়াদ ১৫ ও ২০ বছর রাখা হয়েছে। আপনি যদি ১৫ বছরের পলিসের আওতায় বিনিয়োগ করেন তাহলে আপনাকে ১২ বছর পর বিমার অর্থের ওপর ২০ শতাংশ করে অর্থ ফেরত পাওয়া যাবে। বাকি ৪০ শতাংশ অর্থ বোনাস সহ ম্যাচিউরিটিক সময় পাওয়া যায়। একটি ২০ বছরের পলিসি করলে বিনিয়োগকারীকে ১৬ বছরে ২০ শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়। বাকি ৪০ শতাংশ ম্যাচিউরিটির উপর বোনাস সহ পান আমানতকারী।

Related Articles

Back to top button