বর্তমানে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড বিক্রির পথে। ব্যাঙ্ক অফ বরোদা নৈনিতাল ব্যাঙ্কের পুরো শেয়ার কিনছে। বর্তমানে নৈনিতাল ব্যাঙ্কের মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর ব্যবসা রয়েছে ৫টি রাজ্যে এবং মোট ১৬৬টি শাখা রয়েছে। ব্যাঙ্কে কর্মরত আছেন ৯৪১ জন কর্মী। কত টাকায় এই ব্যাঙ্ক বিক্রি হচ্ছে? বা যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের কি হবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, নৈনিতাল ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া চলছে। তাই এখনই এই বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়। তবে গত সপ্তাহে খবর ছিল যে, প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সম্প্রতি এক সূত্র অনুসারে জানা গেছে, আলোচনার এক পর্যায়ে প্রেমজি ইনভেস্ট একটি মেয়াদপত্রে স্বাক্ষর করেছে। তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, প্রথম ধাপে নৈনিতাল ব্যাঙ্কের ৫১% শেয়ার বিক্রি করা হবে। পরবর্তী ধাপে বাকি অংশ বিক্রি করা হবে। বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭% শেয়ার রয়েছে। সেইসাথে জানা গেছে, টেক নিউজ প্ল্যাটফর্ম Techcrunch, স্টক ব্রোকিং জায়ান্ট Zerodha, ডিজিটাল পেমেন্ট ফার্ম MobiKwik ইত্যাদি সংস্থা নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড অধিগ্রহণে আগ্রহী ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নৈনিতাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা গোবিন্দ বল্লভ পন্ত এবং নৈনিতালের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ব্যাঙ্কের প্রাথমিক লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করা। তাই বেশিরভাগ শাখাই রয়েছে উত্তরাখণ্ডে। তবে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও বেশকিছু শাখা রয়েছে নৈনিতাল ব্যাঙ্কের।