নিউজরাজ্য

ডিভিসির ছাড়া জলে প্লাবিত এইসব জেলা! জানুন কি পরিস্থিতি রাজ্যে

Advertisement

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বিহার- ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে ডি ভি সি এর ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা যেমন :- উদয়নারায়নপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মালদহে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বাড়ছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে তা সামাল দিতে প্রস্তুত আছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক দফতরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান যে, বারবার কেন্দ্রকে চিঠি দিলেও ডি ভি সি এর ব্যারেজগুলোর সংস্কার হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী ও গোলাম রব্বানীকে। মালদহে দায়িত্ব পেয়েছেন জাভেদ খান। হাওড়াতে রাজিব বন্দোপাধ্যায় ও অরূপ রায়। হুগলির দ্বায়িত্বে ফিরহাদ হাকিম আর দুই বর্ধমানের পরিস্থিতি নজরদারি করবেন মলয় ঘটক। মুখ্য সচিব এর নেতৃত্বে ২৪ ঘণ্টা মনিটরিং সেল তৈরি করা হয়েছে।জল নেমে গেলে ক্ষয় ক্ষতির পর্যালোচনা ও হিসেব নিকেশ করবে কৃষি দফতর।

Related Articles

Back to top button