Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: সেপ্টেম্বর মাসের শেষদিকে এই ট্রেনগুলো বাতিল হবে, ভ্রমনের আগে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

ভারতীয় রেলওয়ে, বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক, ভারতের বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সস্তায় যাওয়ার জন্য উপযুক্ত। রেল মন্ত্রক ক্রমাগত নিজেদের উন্নত করার জন্য নতুন রেল লাইন যুক্ত করছে।…

Avatar

ভারতীয় রেলওয়ে, বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক, ভারতের বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সস্তায় যাওয়ার জন্য উপযুক্ত। রেল মন্ত্রক ক্রমাগত নিজেদের উন্নত করার জন্য নতুন রেল লাইন যুক্ত করছে। এই সম্প্রসারণের অংশ হিসেবে, বিভিন্ন রেলওয়ে বিভাগের আওতায় নতুন লাইন তৈরি করা হচ্ছে। তবে, এই উন্নয়নমূলক কাজের জন্য প্রায়শই ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে, যা যাত্রীদের জন্য চরম অসুবিধা সৃষ্টি করছে।

চলতি সেপ্টেম্বর মাসে, রেলওয়ে কর্তৃপক্ষ ১৫টিরও বেশি ট্রেন বাতিল করেছে। বাতিলের পাশাপাশি, অনেক ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। বিশেষ করে, জবলপুর রেলওয়ে বিভাগের সাতনা রেলওয়ে স্টেশনে নতুন লাইন যুক্ত করার জন্য নন-ইন্টারলকিং কাজ চলছে, যা এই সমস্যার মূল কারণ। এই কারণে, যাত্রীরা এখন আগের মতো পরিকল্পনা করতে পারছেন না, কারণ ট্রেনের সময়সূচী এবং চলাচলে বারবার পরিবর্তন হচ্ছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রেন নম্বর 11651 জবলপুর-সিংগ্রাউলি এক্সপ্রেস – 19 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

ট্রেন নম্বর 11652 সিংগ্রাউলি-জবলপুর এক্সপ্রেস – 19 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

ট্রেন নম্বর 03225 দানাপুর-সেকেন্দ্রাবাদ স্পেশাল – 19 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 03226 সেকেন্দ্রাবাদ-দানাপুর স্পেশাল – 22 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 05293 মুজাফফরপুর-সেকেন্দ্রাবাদ স্পেশাল – 24 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 05294 সেকেন্দ্রাবাদ-মুজাফফরপুর স্পেশাল – 19 সেপ্টেম্বর এবং 26 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 07022 দানাপুর-সেকেন্দ্রাবাদ স্পেশাল – 20 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 07647 সেকেন্দ্রাবাদ-দানাপুর স্পেশাল – 21 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 07648 দানাপুর-সেকেন্দ্রাবাদ স্পেশাল – 23 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09025 ভালসাদ-দানাপুর স্পেশাল – 23 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09026 দানাপুর-ভালসাদ স্পেশাল – 24 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09033 উধনা-বারউনি স্পেশাল – 23 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09034 বারাউনি-উধনা স্পেশাল – 25 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09046 পাটনা-উধনা স্পেশাল – 21 সেপ্টেম্বর বাতিল থাকবে।

ট্রেন নম্বর 09063 ভাপি-দানাপুর স্পেশাল – 24 সেপ্টেম্বর বাতিল করা হবে।

ট্রেন নম্বর 09064 দানাপুর-ভেস্তান স্পেশাল – 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর এবং 26 সেপ্টেম্বর বাতিল করা হবে।

ট্রেন নম্বর 03417 মালদা টাউন-উধনা স্পেশাল – 22 সেপ্টেম্বর বাতিল করা হবে।

ট্রেন নম্বর 03418 উধনা-মালদা টাউন স্পেশাল – 24 সেপ্টেম্বর বাতিল করা হবে।

About Author