ক্রিকেটখেলা

লড়াইয়ের শেষ ম্যাচ, ভারতীয় দলে আসতে পারে এই তারকা ক্রিকেটার

Advertisement

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্ধারক ম্যাচে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজটি বর্তমানে ১-১ সাম্যাবস্থায় রয়েছে তাই দুটি দলই ম্যাচটি জিততে মরিয়া। আজ যে দল জিতবে তারাই সিরিজটি ঘরে তুলবে। ম্যাচটি যে অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটপ্রেমীরাও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য প্রস্তুত।

চিন্নাস্বামী পিচে সাধারণত রানের ফুলঝুরি দেখা যায়। এই ম্যাচেও সেই রকমই হবে বলে আশা করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ব্যাঙ্গালোরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ম্যাচে শিশিরের প্রভাব পড়বে না। এর ফলে যে দল পরে ব্যাট করবে তারা সুবিধা পাবে।

আরও পড়ুন : চিন্তা ভারতীয় শিবিরে, শিখর ও রোহিতের চোট নিয়ে কী আপডেট দিল BCCI

দ্বিতীয় ম্যাচে দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা চোট পান। শিখর ব্যাট করার সময় পাঁজরের হাড়ে আঘাত পান। যদিও প্রাথমিক শুশ্রূষার পর খেলা চালিয়ে যান তিনি। রোহিত ফিল্ডিং করার সময় বাম কাঁধে চোট পান। চোট গুরুতর নয় বলে জানা যায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে ২৪ ঘন্টা সময় সেরে ওঠার জন্য যথাযথ নয়। তারা খেলবেন কিনা সে বিষয়ে ম্যাচের আগে জানা যাবে। অপরদিকে রিষভ পন্ত সেরে উঠেছেন। সেক্ষেত্রে মনীশ পান্ডের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন রিষভ অথবা তাকে বেঞ্চে বসিয়ে কে এল রাহুলকেই আবার উইকেটরক্ষক দস্তানা পরে দেখা যাওয়ার সম্ভাবনা।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পান্ডে/রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি।

Related Articles

Back to top button