Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২ মাসের শিশুকন্যাক নিয়েই সর্বোচ্চ শৃঙ্গে চড়লেন এই সাহসী অভিনেত্রী!

বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি বর্তমানে প্রচারের আলো থেকে খানিক দূরে থাকতেই পছন্দ করেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিরোনামে তিনি। চলতি বছরের জুন মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন এই…

Avatar

বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি বর্তমানে প্রচারের আলো থেকে খানিক দূরে থাকতেই পছন্দ করেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিরোনামে তিনি।

চলতি বছরের জুন মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন নাইরা। সম্প্রতি ২ মাসের নাইরাকে কোলে নিয়েই কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ মুল্লায়ানাগিরি চূড়ায় উঠলেন সমিরা। মুল্লায়ানাগিরির উচ্চতা ৬৩০০ ফুট। পাহাড় চড়ার সময় একটি ভিডিও করেছেন তিনি। সেই ভিডিও শেয়ারও করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, “ নায়রাকে নিজের সঙ্গে বেঁধে কর্নাটকের সবচেয়ে উঁচু পাহাড় মুলায়য়ানগিরির চূড়ায় উঠলাম। মাঝ পথে দাঁড়াতে হল কারণ, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ৬৩০০ ফুট উঁচু এটি কর্ণাটকের সবচেয়ে উঁচু শৃঙ্গ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন মায়েদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি যে তারা আমাকে দেখে ভ্রমণের জন্য অনুপ্রেরণা পেয়েছে এবং আমি শিহরিত যে আমার ভ্রমণকাহিনিগুলি এমন ইতিবাচক সাড়া পাচ্ছে। মা হাওয়ার পর এটা একটা অন্যরকম অনুভূতি। আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। অনেক মায়ের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরে বলছি, পাহাড়ে চড়তে চড়তে আমি আমার মেয়েকে স্তন্যপানও করিয়েছি। এভাবেই পাহাড়ে চড়া আমার পক্ষে সহজ ও কম ঝামেলার হয়েছে।”

About Author