Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্বশুরমশাই এর তীব্র কামনা-লালসার শিকার এই মেয়েটি, পরিস্থিতি সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পর প্রতিবাদ

চব্বিশ বছরের গৃহবধু। চলতি বছরের মার্চ মাসে তার বিয়ে হয়েছিল। সে আর শ্বশুরের শয্যাসঙ্গিনী হতে চাইছিল না। বিয়ে হওয়ার ফলে, সে ছেলের শয্যাসঙ্গিনী হতে বাধ্য কিন্তু দিনের পর দিন মাঝেমাঝে…

Avatar

চব্বিশ বছরের গৃহবধু। চলতি বছরের মার্চ মাসে তার বিয়ে হয়েছিল। সে আর শ্বশুরের শয্যাসঙ্গিনী হতে চাইছিল না। বিয়ে হওয়ার ফলে, সে ছেলের শয্যাসঙ্গিনী হতে বাধ্য কিন্তু দিনের পর দিন মাঝেমাঝে পুত্র এবং তার সঙ্গে শ্বশুরমশাইয়ের শয্যাসঙ্গিনী হতে হয়েছে এই মেয়েটিকে। ইতিমধ্যে সে গর্ভবতী হয়।

গর্ভবতী অবস্থায় যৌনতায় খামতি পড়তে পারে, এইজন্য তাকে বলপূর্বক গর্ভপাত করানো হয়। এতদিন এই সবকিছুই ঘরের মধ্যে অন্ধকারে হত এবং তাকে ঘরের মধ্যে তালা বন্দি করে রেখে দেওয়া হতো। কিন্তু বিষয়টি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মেয়েটির সুযোগ খুঁজছিল এবং বাইরে বেরিয়ে আসতেই শ্বশুরমশাই সমস্ত কুকীর্তি সে একটি পোস্টারে গলায় ঝুলিয়ে সবাইকে জানিয়ে দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেয়েটির বাবা ঝাড়ুদারের কাজ করেন এবং মা মেশিন চালিয়ে কোনরকমে দিন যাপন করেন। মা বাবা অনেক কষ্ট করে এই মেয়েটির বিয়ে দিয়েছিলেন। তারা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি, এমন ঘটনা তাদের মেয়ের সঙ্গে ঘটতে পারে। তবে মেয়েটি পুনরায় তার শশুর বাড়িতে ফিরে যেতে চায় এবং সেই জন্য সে গলায় পোস্টার ঝুলিয়ে তার মা-বাবাকে নিয়ে শ্বশুর বাড়ির সামনে অনশন করছে। ঘটনাটি আগরপাড়া এক নম্বর আজাদ হিন্দ নগরে।

About Author