টেক বার্তা

লাইসেন্স ছাড়াই চালানো যাবে Hero কোম্পানির এই ইলেকট্রিক স্কুটি, এক চার্জে চলবে ৮৫ কিমি

চলতি মাসের শুরুতেই ভারতের বাজারে লঞ্চ করেছে Hero Eddy ইলেকট্রিক স্কুটার

Advertisement

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।

তাই তো বর্তমানে দেশজুড়ে একাধিক স্টাট আপ কোম্পানি ইলেকট্রিক বাইক তৈরীর মার্কেটে প্রতিযোগিতায় নেমেছে। স্টার্টআপ কোম্পানির পাশাপাশি এখন জনপ্রিয় সব দুই চাকার কোম্পানি ইলেকট্রিক বাইকের বাজারে আসতে শুরু করেছে। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কোম্পানি হলো Hero। এই কোম্পানির সাধ্যের মধ্যে বাইক গোটা ভারতীয় গ্রাহকের খুবই পছন্দের। এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার Hero Eddy এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজকের এই প্রতিবেদনে Hero Eddy সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Hero Eddy ইলেকট্রিক স্কুটারের একটি অনন্য বিশেষত্ব রয়েছে। সেটি হল এই স্কুটি লাইসেন্স ছাড়াই চালানো যাবে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে এই ইলেকট্রিক স্কুটির সর্বোচ্চ গতিবেগ মাত্র ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই এই স্কুটি চালাতে লাইসেন্সের প্রয়োজন হবে না। আর এই কারণে লোকালয়ে কাজকর্মের জন্য কমবয়সী যুবক-যুবতীরা এই ইলেকট্রিক স্কুটি ব্যবহার করতে পারবে। জানিয়ে রাখা ভাল, এক চার্জে এই ইলেক্ট্রিক স্কুটি ৮৫ কিলোমিটার পথ যেতে পারে। আর স্কুটি ফুল চার্জ করতে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে।

Hero Eddy ইলেকট্রিক স্কুটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্পেসিফিকেশন রয়েছে। ফলো মি হেডল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার ছাড়াও এই ইলেকট্রিক স্কুটিতে রিভার্স গিয়ার রয়েছে। অন্যদিকে, এই স্কুটিতে ইউএসবি চার্জার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। তবে আপনি আরও চমকে যাবেন Hero Eddy ইলেকট্রিক স্কুটির দাম শুনে। যেহেতু এর রেজিষ্ট্রেশন করা দরকার পড়ে না তাই স্কুটি বাড়ি নিয়ে আসতে খরচ হয় মাত্র ৭২ হাজার টাকা। চলতি মাসের শুরুতেই ভারতের বাজারে লঞ্চ করেছে এই ইলেকট্রিক স্কুটার। আপনি যদি কিনতে ইচ্ছুক হন তাহলে অতি শীঘ্র কোম্পানির অফিশিয়াল ডিলারের সাথে যোগাযোগ করুন।

Related Articles

Back to top button