বিনোদন

Viral Videos: শিক্ষক দিবসে ‘আজ কি রাত বাকি’ গানে নেচে সমালোচনার মুখে শিক্ষার্থীরা, বাদ গেলেন না শিক্ষকরাও

ডিজিটাল প্লাটফর্মে মাঝে মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যেগুলি প্রসংশার চেয়েও সমালোচিত হয় বেশি।

Advertisement

Advertisement

সোশ্যাল মিডিয়ার এই যুগে দাঁড়িয়ে ইন্টারনেটে প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। যেখানে হাতে গোনা কয়েক বছর আগে বিনোদন জগতে একমাত্র রাজত্ব ছিল বলিউডের কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের হাতে, সেখানে আজ ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে বিনোদন জগৎ হয়ে উঠেছে ভারতীয় যুবতীদের কর্মক্ষেত্র। আজ শুধু মাত্র ভাইরাল হতেই নয়, অর্থ উপার্জনের জন্য ডিজিটাল প্লাটফর্মে সাহসিকতা দেখাচ্ছেন ভারতীয় যুবতীরা। প্রতিদিন হাজার হাজার ভিডিও ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হলেও স্বাভাবিকভাবে ভারতীয় যুবতীদের সাহসী ডান্সের ভিডিওগুলি ভাইরাল হয় মুহূর্তের মধ্যে।

Advertisement

তবে ডিজিটাল প্লাটফর্মে মাঝে মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যেগুলি প্রসংশার চেয়েও সমালোচিত হয় বেশি। আজ্ঞে হ্যাঁ, ডিজিটাল প্লাটফর্মে এমন একাধিক ভিডিওর অস্তিত্ব রয়েছে, যেগুলি বারবার সোশ্যাল মিডিয়া প্রেমীদের দ্বারা সমালোচিত হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ঠিক তেমন ধরনের একটি ভিডিওর বিবরণ নিয়ে এসেছি। যেটি দেখার পর তীব্র নিন্দার পাশাপাশি সমালোচনা করেছেন বিনোদন প্রেমীরা।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটি দেখার পর তীব্র নিন্দায় ফেটে পড়েছেন বিনোদন প্রেমীরা। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক দিবসে শিক্ষার্থীরা “আজ কি রাত বাকি হে” গানে তুমুল ডান্স করছে। যা বর্তমানে ভাবিয়ে তুলেছে শিক্ষিত সমাজকে।

Advertisement

নেটিজেনদের মন্তব্য

ইন্টারনেটে এই ভিডিওটি দেখার পর নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন বিনোদন প্রেমীরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”শিক্ষকের প্রতি ছাত্রের শ্রদ্ধা আজ হারিয়ে গেছে”। অন্য একজন লিখেছেন,”এটা কি শিক্ষক দিবস উদযাপন নাকি শিক্ষকের বিয়ে”। তৃতীয় একজন লিখেছেন,”সভ্যতা আজ কোথায় হারিয়ে গেছে”? চতুর্থ ব্যক্তি লিখেছেন,”শিক্ষকদের ব্যর্থতার কারণেই ছাত্ররা প্রকৃত শিক্ষা লাভ করতে পারেনি”।

Recent Posts