Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে বিনিয়োগ করার এটাই সেরা সময় : নোমো

বর্তমান সময়ে ভারতীয় অর্থনীতি তলানিতে ঠেকেছে। ব্যাংককে শিল্পপতি সম্মেলনে বিনিয়োগ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে তিনি বলেন, খুব তাড়াতাড়ি ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী…

Avatar

বর্তমান সময়ে ভারতীয় অর্থনীতি তলানিতে ঠেকেছে। ব্যাংককে শিল্পপতি সম্মেলনে বিনিয়োগ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে তিনি বলেন, খুব তাড়াতাড়ি ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌছে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের দিনে ভারতের অনেক পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন ভারতে বিনিয়োগ করার এটাই সেরা সময়। এরপরই সহজে ব্যবসা করার জায়গা করার হিসেবে ভারতের নাম বিশ্ব ব্যাঙ্কের অনেক ওপরে উঠে এসেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কিছু জিনিস পরিমান যেমন বেড়েছে, তেমনি কিছু জিনিসের পরিমান কমেছে। যেমন ব্যবসা, বসবাসের স্থান, বিদেশী বিনিয়োগ, বনাঞ্চলের পরিমান, বেড়েছে। অন্যদিকে কর, করের হার, স্বজনপোষন, দুর্নীতির পরিমান কমেছে। তাই বিনিয়োগ ও সহজে ব্যবসা করার জন্য ভারতে আসুন। এর সাথে সাথে ভারতের পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমন করুন। এই বক্তব্যের মাঝেও তিনি ভারত ও থাইল্যান্ডের সুসম্পর্ককে ইঙ্গিত করেন।

অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল তখন ভারতীয় অর্থনীতি ছিল দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত পাঁচ বছরে সেটা বেড়ে তিন ট্রিলিয়ন ডলারে পৌছে গিয়েছে। খুব তাড়াতাড়ি ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার হয়ে যাবে।

About Author