জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

ডায়াবেটিস থেকে মুক্তি পেতে আজ থেকে খান এই ফিলটি!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : পেয়ারা খেতে অনেকেই ভালোবাসেন। প্রতিদিন একটি করে পেয়ারা আমাদের নানা অসুখ-বিসুখ এর হাত থেকে দূরে রাখে। তবে এর উপকারিতা অনেকেরই অজানা। আসুন তবে দেখে নিই এর কি কি উপকারিতা রয়েছে–

১) ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: কিছু কিছু ফলে সুগারের মাত্রা বেশি থাকার কারণে এটি আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে তোলে। কিন্তু রিসার্চ করে জানা গেছে যে প্রতিদিন একটি করে পেয়ারা খেলে এটি আমাদের রক্তে সুগারের মাত্রা কে নিয়ন্ত্রণ করে।

২) ক্যান্সার রোধে সাহায্য করে: পেয়ারা আমাদের শরীর থেকে দূষিত পদার্থ গুলিকে দূরে রাখে। এটি ক্যান্সারের সেল বৃদ্ধিতে বাঁধা দেয়। এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

৩) ডায়রিয়া ভালো করে: ডায়রিয়া হয়ে থাকলে দিনে দুবার ছয়টি পেয়ারা পাতা নিয়ে তা জলে সিদ্ধ করে সেই নির্যাসটি পান করলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যাবে।

৪) হজমে সাহায্য করে: এটি আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক রাখে।

৫) এছাড়াও এর কিছু ঔষধি গুণ রয়েছে- যেমন- সর্দি, কাশি, জ্বর উপশমে সাহায্য করে। মস্তিষ্ক ভালো রাখে। এছাড়াও থাইরয়েডের সমস্যা দূর করে।

# অপকারিতা: উপকারিতার সাথে সাথে এর কিছু খারাপ দিক রয়েছে। যেমন অতিরিক্ত পরিমাণে পেয়ারা খেয়ে ফেললে এটি আমাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ বাড়িয়ে তোলে। এছাড়াও পেট ফেঁপে যায়।

Related Articles

Back to top button