ভারতের করোনা আক্রমণ রুখে দেবার জন্য শুরু হয়েছিল টিকাকরণ। কিন্তু এবার এসে টিকাকরণের পাশাপাশি বাজারে চলে আসছে খাবার ওষুধ যার মাধ্যমে করোনা মোকাবেলা করা সম্ভব হবে। আপনি ঠিকই শুনেছেন এবারে সেই দিন আর দূরে নয় যখন আপনি একটা ওষুধ খেয়ে করোনা সারিয়ে ফেলতে পারবেন। বর্তমানে করোনা দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে যদি এই ধরনের ড্রাগ ভারতে আসে তাহলে ভারতের জন্য অত্যন্ত সুবিধা হতে।
সম্প্রতি এই ধরনের ওষুধ তৈরি করে ফেলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ভারতের ওষুধ নির্মাণকারী সংস্থা ডক্টর রেডি ল্যাবরেটরি তে ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধটি একটি প্যাকেট এর মধ্যে আসবে। আপনারা যে রকম ভাবে পাউডার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকেন ঠিক সেরকম ভাবে জলে গুলে ওষুধ খেতে হবে। ওষুধ টির নাম হচ্ছে 2-deoxy-D-Glucose বা সংক্ষেপে 2-DG।
ভারতের ড্রাগ কন্ট্রোলার বোর্ড জানিয়ে দিয়েছে এই ওষুধে এমন বেশ কিছু গুণাগুণ রয়েছে যার মাধ্যমে আপনাদের করোনা চিকিৎসা করা সম্ভব হবে। আপনাদের করোনা অতি দ্রুত সেরে উঠবে বলেও জানা যাচ্ছে। এছাড়াও আপনাদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনি এই ওষুধ ব্যবহার করেন। শুধু তাই নয়, ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে এই ওষুধ খাওয়ার পরে বেশ কিছু মানুষের যাদের করোনা পজিটিভ ছিল তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
যদি এই ওষুধ বাজারে চালিয়ে দেওয়া হয় তাহলে করো না চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এটি। বর্তমানে বহু রাজ্যে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে যদি এরকম একটি ওষুধ ভারতের বাজারে চলে আসে তা হলে ভারতের পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক ব্যাপার হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।