Post Office Scheme: মাত্র ১০০০ টাকা জমা করে রিটার্ন ১৪ লক্ষ পর্যন্ত, দুর্দান্ত লাভ পোস্ট অফিসের এই স্কিমে
আর্থিক ভাবে সুরক্ষিত ভবিষ্যৎ পেতে বিনিয়োগের বিকল্প নেই। যারা চাকরি করেন তারা অবসরের পর যাতে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটে সে জন্য আগেভাগেই অর্থ সঞ্চয় করতে থাকেন। এক্ষেত্রে ঝুঁকিহীন বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসের স্কিমের (Post Office Scheme) উপরেই ভরসা করে থাকেন অনেকে। এই প্রতিবেদনে খোঁজ রইল এমনই একটি স্কিমের যেখানে বিনিয়োগ করলে পাওয়া যাবে ১৪ লক্ষ টাকা পর্যন্ত।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই স্কিমে বিনিয়োগ করলে একাধিক সুবিধা পেয়ে যাবেন বিনিয়োগকারীরা। এখানে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। পাওয়া যাবে কর ছাড়ও। বর্তমানে বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে। পোস্ট অফিসের এই স্কিমটিতে সুদের উপরে দ্বিগুণ সুবিধা পাওয়া যায়। টাকা ও সুদের বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয় এই স্কিমে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ হল ৫ বছর। শুধুমাত্র মেয়াদ পূর্তিতেই সম্পূর্ণ টাকা তোলা যাবে। তার আগে টাকা প্রত্যাহার করা যাবে না। জানা যাচ্ছে, এই স্কিমে যদি ১০০০ টাকা জমা করা হয় তাহলে মেয়াদ পূর্তির পর পাওয়া যাবে ১৪০৩ টাকা। সেই হিসেবে যদি ১০ লক্ষ টাকা জমা করা যায় তাহলে ৫ বছর পর মোট ১৪,০২,৫৫২ টাকা পাওয়া যাবে। অর্থাৎ সুদ থেকেই পাওয়া যাবে ৪,০২,৫৫২ টাকা। সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খুলে তারপর ১০০ টাকার গুণিতকে যে কোনো পরিমাণ টাকা জমা করা যেতে পারে। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্দ্ধসীমা নেই।
যেকোনো জায়গা থেকে যেকোনো পোস্ট অফিসে এই স্কিমে বিনিয়োগ করা যায়। দেশের যে কোনও নাগরিক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ১০ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের বাবা মা তাদের জায়গায় কিনতে পারবেন সার্টিফিকেট। এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যাবে। বিনিয়োগকারী তার পরিবারের যেকোনো সদস্যকে মনোনীত করতে পারবেন। উল্লেখ্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইস্যু করার তারিখ এবং মেয়াদ পূর্তির তারিখের মধ্যে একবারই একজন থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত করা যেতে পারে।