ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: পাবেন ৭.৪ শতাংশ হারে সুদ, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে শুধুই লাভ

Advertisement

বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের (Post Office) প্রতি এখনো ভরসা করে থাকেন অনেকেই। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি ভালো অঙ্কের নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন অনেকেই। এই প্রতিবেদনে রইল পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে বিনিয়োগের সমস্ত সুযোগ সুবিধার ব্যাপারে বিস্তারিত তথ্য।

এই স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এখানে একক এবং যৌথ দু রকম অ্যাকাউন্টই খোলা যায়। ১০০০ টাকার গুণিতকে টাকা বিনিয়োগ করা যায় এই স্কিমে। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যায়। যৌথ অ্যাকাউন্টে শেয়ার সহ সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন একজন ব্যক্তি।

যেকোনো প্রাপ্তবয়স্ক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ জন প্রাপ্তবয়স্কর নাম থাকতে পারে। অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রে অভিভাবকরা খুলতে পারবেন অ্যাকাউন্ট। উল্লেখ্য, সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত হোল্ডারের বিনিয়োগে সমান অংশ থাকবে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলে এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সুদ দেওয়া হবে। আমানতকারী কোনো অতিরিক্ত আমানত করলে তা ফেরত দেওয়া হয়। শুধুমাত্র পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ফেরতের তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে।

এই স্কিমে জমার তারিখ থেকে ১ বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকা তোলা যাবে না। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ বছর পর এবং ৩ বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় মূল টাকা থেকে ২ শতাংশ কেটে বাকি টাকাটা দেওয়া হয়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৩ বছর পর এবং ৫ বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে মূল টাকা থেকে ১ শতাংশের সমান কেটে বাকি টাকা দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগে যদি অ্যাকাউন্ট গ্রাহকের মৃত্যু হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করা যায়। সেক্ষেত্রে টাকা পাবেন নমিনি বা আইনত উত্তরাধিকারীরা।

Related Articles

Back to top button