ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Pension Scheme: LIC-র এই প্রকল্পে বিনিয়োগ করলে প্রতি মাসে ১২০০০ টাকা পেনশন

এলআইসি সম্প্রতি সরল পেনশন যোজনা নামের একটি নতুন পলিসি নিয়ে এসেছে ভারতের সাধারণ মানুষের জন্য

Advertisement

আজকালকার দিনে ভারতের প্রতিটি নাগরিক নিজের রোজগার করা টাকার কিছু পরিমাণ অংশ বিনিয়োগ করে থাকেন, যেখান থেকে তার রিটার্নের সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও কয়েকজন মানুষ রিটায়ারমেন্ট প্লান এর জন্য বেশ কিছু জায়গাতে বিনিয়োগ করে থাকেন। রিটায়ারমেন্টের পরে যাতে প্রত্যেক মাসে একটা নিশ্চিত টাকা পাওয়া যায় তার জন্য বিভিন্ন নির্ভরযোগ্য জায়গাতে বিনিয়োগ করতে হয়। সেরকমই একটি জায়গা হল দেশের সবথেকে বড় সরকারি বীমা কোম্পানি জীবন বীমা নিগম। এই কোম্পানিটি সম্প্রতি ভারতের সাধারণ মানুষদের জন্য নিয়ে এসেছে সরল পেনশন প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে আপনারা প্রতি মাসে একটা গ্যারান্টি পেনশন পেয়ে যাবেন।

এলআইসি সরল পেনশন যোজনার সবথেকে বড় বিষয়টা হলো, এখানে আপনাকে কেবলমাত্র একবার বিনিয়োগ করতে হবে এবং সারা জীবন আপনি পেনশন পেতেই থাকবেন। এলআইসি সরল পেনশন যোজনা আসলে এটি সেবা নিবৃত্তি যোজনা। এখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আপনাকে পেমেন্ট করা হয় আপনার বিনিয়োগের উপর ভিত্তি করে। আপনি যত টাকা বিনিয়োগ করেছেন সেই হিসেবে আপনার পেনশন নির্ধারিত হয়। এছাড়াও, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি থেকে পাওয়া টাকাও আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন এবং সারা জীবন প্রতিমাসে ভালো টাকা পেনশন রোজগারের সুযোগ পেয়ে যেতে পারেন।

এলআইসি সরল পেনশন যোজনা তে আপনি প্রত্যেক বছর ১২ হাজার টাকা করে অ্যানুইটি কিনতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগের কোন সর্বাধিক সীমা নেই, অর্থাৎ আপনি যত ইচ্ছা টাকা বিনিয়োগ করতে পারেন এবং সেই হিসেবে আপনি পেনশন পেয়ে যাবেন প্রতি মাসে। এই প্রকল্পে কোন ব্যক্তিগত প্রিমিয়াম জমা করতে হয় না। আপনি বার্ষিক অর্ধ বার্ষিক ত্রৈমাসিক অথবা মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারেন। এখানে আপনাকে একটা মোটা টাকা একসাথে বিনিয়োগ করতে হয় এবং পরে আপনি রিটার্ন পেয়ে যান। যদি ৪২ বছর বয়সি কোন ব্যক্তি ৩০ লক্ষ টাকার অ্যানুইটি ক্রয় করেন তাহলে প্রতি মাসে ১২৩৮৮ টাকার পেনশন পাওয়া যেতে পারে। এই প্রকল্প ৪০ বছর থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিদের জন্যই উপলব্ধ রয়েছে। তার পাশাপাশি এই প্রকল্পে আপনারা ডেথ বেনিফিট থেকে শুরু করে, লোনের সুবিধাও পেয়ে যাবেন। বিস্তারিত জানতে এলআইসি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Back to top button