টেক বার্তা

মাত্র ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Realme কোম্পানির এই স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আছে দুর্দান্ত সব ফিচার

বাজেট রেঞ্জে ব্যাপক সমস্ত স্মার্টফোন আনছে Realme কোম্পানি

Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। সম্প্রতি লঞ্চ হওয়া Realme কোম্পানির একটি মোবাইল এখন ব্যাপক পছন্দ হচ্ছে।

বিখ্যাত স্মার্টফোন মেকার Realme কিছুদিন আগে ভারতীয় মার্কেটে বাজেট মূল্যের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের নাম Realme C33। এই ফোন অত্যন্ত সস্তায় লঞ্চ করা হয়েছে। আপনার যদি বাজেট কম থাকে, তাহলে ২০২৩ সালে এই ফোনের চেয়ে ভালো অপশন আর হতে পারে না। এই ফোনে ৬.৫ ইঞ্চির HD ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ৬০ hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এছাড়া এই Realme C33 মোবাইলে Unisoc T612 প্রসেসর দেওয়া হয়েছে। Realme C33 স্মার্টফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ইউআইতে চলবে। ক্যামেরার কথা বললে এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। আর সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এত ফিচার থাকা সত্বেও এই ফোনের দাম মাত্র ৮৯৯৯ টাকা। স্বল্প বাজেটে আধুনিক ফোন কিনতে চাইলে এই ফোন আপনার জন্য বেস্ট অপশন হবে।

Related Articles

Back to top button