আন্তর্জাতিকদেশনিউজ

এবার পাকিস্তানকে পাল্টা দিল ভারত!

Advertisement

অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় ভারতের বিপক্ষে কড়া মনোভাব দেখিয়ে আসছে পাকিস্তান। তাদের দাবি কাশ্মীরের প্রতি অন্যায় করছে ভারত। এবার পাকিস্তানকে পাল্টা দিল ভারত। কাশ্মীর নিয়ে পাকিস্তানকে না ভাবার পরামর্শ দিল ভারত। কাশ্মীরকে নিয়ে ভাবার জন্য ভারতই যথেষ্ট বলে পাকিস্তানকে কড়া আক্রমণ করে কেন্দ্র।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রসংঘের মানবধিকার পরিষদের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। পাক অধিকৃত কাশ্মীরে, বিশেষ করে বালুচিস্তান, সিন্ধ প্রদেশের মতো এলাকায় একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে, সেগুলো আগে বন্ধ করুক পাকিস্তান। তারপর কাশ্মীর নিয়ে মাথা ঘামাতে আসবে। কাশ্মীর নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করে ওই সব ঘটনাগুলির দিকে নজর দিয়ে তার সুবিচারের চেষ্টা করুক ইসলামাবাদ। এমনটাই দাবি নয়াদিল্লির।

রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে ভারতের দ্বিতীয় স্থায়ী প্রতিনিধি কুমোম মিনি দেবী জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান মিথ্যা প্রচার চালাচ্ছে। কিন্তু ইসলামাবাদ ভুলে যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে ঘটে চলা হিংসার ঘটনা অনেক বেশি। প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছেন, অথচ সেদিকে কোনও ভ্রুক্ষেপই নেই ভারতের প্রতিবেশী দেশের।

খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান বা সিন্ধের মতো প্রদেশে হাজার হাজার সংখ্যালঘু বৈষম্যের শিকার হচ্ছেন। তাই ভারতের দিকে পাকিস্তানকে নিজেদের দেশের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি।

Related Articles

Back to top button