টেক বার্তা

আর কোন লুকোচুরি নয় এবারে গুগল ম্যাপের মাধ্যমেই জানুন প্রিয়জনের লোকেশন, জানুন কিভাবে কাজটা করতে হবে

গুগল ম্যাপের মাধ্যমে খুব সহজে আপনি আপনার প্রিয়জনের লোকেশন ট্র্যাক করতে পারবেন

Advertisement

সারা বিশ্বের প্রত্যেক মানুষের জীবনকে সহজ করে তুলেছে গুগল ম্যাপস। এই গুগল ম্যাপস ব্যবহার করে আজকাল যে কোনো অপরিচিত জায়গায় খুব সহজেই যাওয়া যায়। গুগলের মাধ্যমে যেকোন স্থানে আপনারা সহজে যাতায়াত করতে পারবেন এখন। সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে সেটাও আপনাকে জানিয়ে দিতে পারে এই ম্যাপ। সেখানে যাওয়ার কতগুলো রাস্তা রয়েছে, কিভাবে আপনি সেখানে পৌঁছতে পারবেন, কোন কোন বাস এবং গাড়ি সেখানে উপলব্ধ, মেট্রো চলছে কিনা, সবকিছু জানা যায় এই গুগল ম্যাপসের সাহায্য নিয়ে।

তবে শুধুমাত্র নিজের অবস্থান জানার পাশাপাশি আপনার প্রিয়জনের অবস্থান ও জানতে পারবেন এই গুগল ম্যাপ ব্যবহার করেই। গুগল ম্যাপের মাধ্যমে আপনার পরিচিত যে কাউকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন। প্রয়োজনে তাঁদের নিরাপত্তার খাতিরে এই কাজ আপনি সহজেই করতে পারেন। তবে, খুব কাছের মানুষ না হলে তাকে ট্র্যাক করার আগে তার অনুমতি অবশ্যই নেওয়া উচিত। মূলত পরিজন বা বন্ধুরা কোন অপরিচিত জায়গায় গেলে তাদের লোকেশন ট্র্যাক করে থাকেন অনেকে। সঠিক জায়গায় পৌঁছাতে পারলো কিনা জানতে অনেকেই গুগল ম্যাপস এর এই ট্রাকিং ফিচার ব্যবহার করেন। আপনিও চাইলে আপনার আত্মীয় কে ট্র্যাক করতে পারবেন এর মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটা করা যায়।

প্রথমত আপনাকে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ ওপেন করতে হবে এবং তারপর ডান দিকের একদম উপরের কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে এবং যে ব্যক্তি সঙ্গে লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে যুক্ত করতে হবে। এরপরে আপনাকে লোকেশন শেয়ারিং এর টাইম সেট করতে হবে এবং তারপর আপনার লোকেশন শেয়ার করতে হবে।

শুধুমাত্র মোবাইল থেকে নয় আপনি ডেস্কটপ থেকেও এই কাজটা করতে পারেন। এর জন্য আপনাকে, ওই ব্যক্তিকে আপনার google কন্টাক্ট এ যুক্ত করতে হবে। এরপরে আপনাকে গুগল ম্যাপ ওপেন করতে হবে এবং তারপর একদম কোনে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে শেয়ার ইউর লোকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে আপনার সমস্ত গুগল কন্টাক্ট চলে আসবে। আপনার পছন্দের ব্যক্তির নাম সিলেক্ট করে তাকে আপনি যুক্ত করুন। তারপরে আপনি নিজের লাইভ লোকেশন শেয়ার করতে পারেন।

Related Articles

Back to top button