Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার কলকাতা মেট্রোতে হতে চলেছে বেসরকারিকরণ, সৌজন্যে মোদি সরকার

Updated :  Thursday, February 25, 2021 4:50 PM

কককাতা: এবার বেসরকারি হাতে যেতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)! বাজেটে (Budget) দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নিকরণের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছিলেন। আর সে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নিকরণ আসলে কি? এই কথার অর্থ হল নগদীকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার (Central Govt) সংস্থার সম্পত্তির অংশ বিক্রিও করে দিতে পারে বা দীর্ঘ সময়ের জন্য তা ‘লিজ’ দিতে পারে।

কার বর্তমান মোদী সরকার মনে করে ব্যবসা করা সরকারের কাজ নয়। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে সে বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। বিভিন্ন মন্ত্রকের ৩০টি সংস্থার নামের তালিকাও তৈরি করা হয়েছে।  যার মধ্যে আছে কোলকাতা মেট্রোও।  বিলগ্নীকরণ নিয়ে প্রথম সারিতে রাখা হয়েছে রেল, পরিকাঠামো, অসামরিক বিমান চলাচলের মতো ক্ষেত্রগুলিকে সেই তালিকার সামনের সারিতে রাখা হয়েছে।

রেলের ক্ষেত্রে স্টেশন, ফ্রেট করিডর এবং রুট ভিত্তিক ক্ষেত্রে নগদীকরণ এবং বেসরকারীকরণের কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। তবে এক্ষুনি এই নিয়ে এগবেন না সরকার। কারন সামনেই বিধান্সভা নির্বাচন। নির্বাচনপর্ব মিটে যাবার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০ সালের  আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রকের এক সচিব স্তরের বৈঠক হয়েছিল।

সেই বৈঠকের আলোচ্যসূচিতে কলকাতা মেট্রোয় বিলগ্নিকরণের বিষয়ে উল্লেখ ছিল। রেল বহুদিন আগে থেকেই কলকাতা মেট্রোয় বিলগ্নিকরণের বিষয়ে ভাবনাচিন্তা করলেও নানা কারণে তা আটকে গিয়েছে। তবে এবার বহুক্ষেত্রেই বিলগ্নিকরণের বিষয় নিয়ে কেন্দ্র সরকার যেভাবে উদ্যোগী হয়েছে তাতে এ বিষয়েও জট কাটবে বলে রেল কর্তারা আশা করছেন।