Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার ভারতে করোনার থাবা, আক্রান্ত ৬, জরুরি বৈঠকে স্বাস্থ্য মন্ত্রক

এবার ভারতে তার থাবা বসালো করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৬ জনের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট মিলেছে। এর মধ্যে ৩ জন কেরালার রয়েছে। যার জেরে ৪ দেশের ভিসা বাতিল করার…

Avatar

এবার ভারতে তার থাবা বসালো করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৬ জনের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট মিলেছে। এর মধ্যে ৩ জন কেরালার রয়েছে। যার জেরে ৪ দেশের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জরুরি বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে। এই ৬ জনের মধ্যে ৩ জনই কেরালার বাসিন্দা। ফলে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১ টায় এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। বিদেশ থেকে আসা পর্যটকদের উপর নজর রাখছেন চিকিৎসকরা। ইতিমধ্যে ৬৫ হাজার পর্যটককে মুম্বাই বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মধ্যপ্রদেশ সরকার ফেলার জন্য কংগ্রেসের ৮ জন বিধায়ককে আটক করলো বিজেপি

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরাক, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এ পর্যন্ত চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

About Author