ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিমার প্রিমিয়াম দিতে পারছেন না ? পলিসি বাঁচাতে এই কাজ করুন

অনেকেই রয়েছেন যারা ভবিষ্যতের কথা ভেবে পলিসি করিয়ে রাখেন। তাদের মনে পলিসি স্যারেন্ডারের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। এই প্রতিবেদনটি তাদের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে।

Advertisement
Advertisement

বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ Life Insurance Policy স্যারেন্ডারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বলে আগেই জানা গিয়েছিল। এর আওতায় আরও বেশি বীমা হোল্ডারদের কাছে পৌঁছানোর কাজ করা হচ্ছে। এ জন্য বীমা রিটার্ন ফি (সারেন্ডার চার্জ) কমানো হতে পারে বলেও মনে করা হচ্ছিল। অনেকেই রয়েছেন যারা ভবিষ্যতের কথা ভেবে পলিসি করিয়ে রাখেন। তাদের মনে পলিসি স্যারেন্ডারের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। এই প্রতিবেদনটি তাদের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে।

Advertisement
Advertisement

পলিসি সারেন্ডার করে দিতে চান?

কেউ কেউ প্রিমিয়াম না দিতে পারার কারণে পলিসি সারেন্ডার করে দিতে চান। এই অবস্থায় অনেক টাকার ক্ষতির আশঙ্কা থেকে যায়। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে আইআরডিএ এ বিষয়ে একটি আলোচনাপত্র প্রকাশ করেছিল। এটি জীবন বীমা পলিসির স্যারেন্ডারের মূল্য বাড়ানোর প্রস্তাব দেয়। এছাড়াও পলিসি ফেরত দিলে গ্রাহকদের কাছ থেকে কম সারেন্ডার চার্জ নেওয়ার কথা বলা হয়েছে। বীমা সংস্থাগুলি মেয়াদপূর্তির সময়ের আগে পলিসি ফেরত দেওয়ার জন্য জরিমানা হিসাবে এই ফি চার্জ করে।

Advertisement

সারেন্ডার চার্জের নিয়ম কী?

এখন সারেন্ডার চার্জের নিয়ম কী রয়েছে? যদি কোনও গ্রাহক দ্বিতীয় বছরের প্রিমিয়াম দেওয়ার পরে পলিসি ফেরত দেন, তবে তিনি প্রদত্ত প্রিমিয়ামের মাত্র ৩০% পান। অর্থাৎ পলিসির মেয়াদ শেষ করলে যে টাকা পাওয়া যেতে পারতো, তার থেকে অনেক কম টাকা পাওয়া যাচ্ছে। অংকের হিসেবে অনুযায়ী ৭০ শতাংশ টাকা কম পেতে পারেন পলিসি স্যারেন্ডার করলে।

Advertisement
Advertisement

with this way you can avoid Life Insurance Policy surrender

পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কী করবেন?

এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কী করবেন? জীবনবিমার পলিসির ক্ষেত্রে রয়েছে পেইড আপ সিস্টেমের সুবিধে। এর মাধ্যমে প্রিমিয়াম কোনও বছর জমা না দিতে পারলেও সমস্যা নেই। এই নিয়মের সাহায্যে পলিসি স্যারেন্ডার না করেই পেইড আপ করে দেওয়ার অপশন আপনাকে দেওয়া হয়। এতে বিমা বাতিল হবে না। কিন্তু কভারেজের অঙ্ক কমে আসে। এ ব্যাপারে আরও জানার জন্য বিশেষজ্ঞের স্বগে পরামর্শ করার অনুরোধ করা হয়।

Related Articles

Back to top button