সুরজিৎ দাস: সিসিল রাইট এই নাম টার সাথে অনেকেই পরিচিত নন কারণ তিনি কোনো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার নন খেলেন ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় ক্রিকেট। কিন্তু এই নামটার সাথে জুড়ে আছে বিস্ময়কর এক কীর্তি আসলে তিনি হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তার বয়স ৮৫ বছর। ২৫ বছর বয়সে শুরু হয় তার ক্রিকেট জীবন এরপর দীর্ঘ ৬০ বছরের ক্রিকেট জীবনে খেলেছেন প্রায় ২০ লাখ ম্যাচ এমনটাই দাবী তার এবং নিয়েছেন ৭০০০ উইকেট। এই পেস বোলার ৮৫ বছর বয়সেও লম্বা রান আপ নিয়ে জোরে বল করতে পারেন যা দেখে বিস্মিত ক্রিকেট বিশ্ব।
গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস, জোয়েল গার্নার দের সাথে খেলেছেন এক টা সময়ে এর পাশাপাশি খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এক সময় ইংল্যান্ডের নাগরিকত্ব পান তিনি। জামাইকান এই ক্রিকেটার বর্তমানে খেলেন ইংল্যান্ডের ওল্ডহ্যাম পেনি লিগে আপারমিল ক্রিকেট ক্লাবের হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর এই দলের জার্সিতেই জীবনের শেষ ম্যাচ খেলবেন সিসিল তারপর তুলে রাখবেন জার্সি। দীর্ঘ ৬০ বছরের চেনা বাইশ গজ কে বিদায় জানাবেন চোখের জলে কিন্তু রয়ে যাবে একটা বিস্ময়কর কীর্তি ৮৫ বছরের এই ক্রিকেটার এর যিনি ইতিমধ্যেই ক্রিকেট প্রেমী দের মধ্যে ভাইরাল হয়ে উঠেছেন।