Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বাই এ আসছেন ‘থর’ অভিনেতা!

হলিউড মার্কিন টিভি সিরিজ বা Avengers cinema র ক্রিস হেমসওয়ার্থ হলেন এই প্রজন্মের হার্টথ্রব। ২০০৯ সালে তিনি স্টার টেক ছবিতে প্রদার্পন করেন হলিউড সিনেমায়। এর পর তিনি Avengers এর মতো…

Avatar

হলিউড মার্কিন টিভি সিরিজ বা Avengers cinema র ক্রিস হেমসওয়ার্থ হলেন এই প্রজন্মের হার্টথ্রব। ২০০৯ সালে তিনি স্টার টেক ছবিতে প্রদার্পন করেন হলিউড সিনেমায়। এর পর তিনি Avengers এর মতো অনেক ছবিতে অংশ গ্রহন করেন। এবং Avengers Endgame এর পর ক্রিস হেমসওয়ার্থ হাইয়েস্ট পেড অভিনেতাদের তালিকার সবচেয়ে উপরে।
Avengers ফ্যানেদের প্রিয় আইকন, ক্রিস হেমসওয়ার্থ আসছেন মুম্বইতে তাঁর ছবির শুটিংয়ে। যদিও এর আগেও অনেকবার এদেশে এসেছেন ক্রিস হেমসওয়ার্থ। ফের আবারও আগামী সপ্তাহে আসছেন এদেশে শুটিং করতে।
অ্যাভেঞ্জার্স’ পরিচালক রুশো ব্রাদার্স-এর পরবর্তী ছবির শুটিং করতেই মুম্বই আসছেন ক্রিস হেমসওয়ার্থ । এর আগে এই ছবির শুটিং হয়েছে মুম্বই এবং আমদাবাদে। এবারের শিডিউলে মুম্বইয়ের ধারাভি এবং বাইকুলা-তে রয়েছে শুটিং।

About Author