Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বই পুলিশের কাছে হুমকি মেল, সলমন খানের বাড়িতে বোমাতঙ্ক

শ্রেয়া চ্যাটার্জি : কদিন আগেই মেকআপ আর্টিস্টর ছেলের বিয়েতে গিয়ে খবরের শিরোনামে উঠেছিলেন সল্লু ভাই কিন্তু এবারে খবরের যে কারণে তিনি শিরোনামে উঠলেন সেটা বেশ ভয়ঙ্কর, তার বাড়িতে বোমাতঙ্ক। মুম্বইয়ের…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : কদিন আগেই মেকআপ আর্টিস্টর ছেলের বিয়েতে গিয়ে খবরের শিরোনামে উঠেছিলেন সল্লু ভাই কিন্তু এবারে খবরের যে কারণে তিনি শিরোনামে উঠলেন সেটা বেশ ভয়ঙ্কর, তার বাড়িতে বোমাতঙ্ক।

মুম্বইয়ের সলমান খানের বাড়ি অ্যাপার্টমেন্ট গ্যালাক্সিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল করল দুষ্কৃতী মুম্বই পুলিশের কাছে। তাতে বলা ছিল আগামী দু ঘন্টার মধ্যে সলমান খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেইলটি পেয়ে তড়িঘড়ি মুম্বাই পুলিশ ছুটে যায় সলমানের বাড়িতে কিন্তু সলমান তখন বাড়িতে অনুপস্থিত ছিলেন। সলমান বাড়িতে না থাকায় তার মা-বাবা এবং বোন ও অন্যান্য যারা থাকতেন তাদেরকে অন্য সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : নিজের মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির হয়ে সকলকে সারপ্রাইজ দিলেন সলমন খান

পুলিশ তদন্ত করে জানতে পেরেছে গাজিয়াবাদের একটি ১৬ বছরের ছেলে এই মেইলটি করেছে। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং সে বালকটিকে গ্রেফতার করা হয়েছে। এটা নেহাতই কোন নাবালকের মনের খেয়াল না এর পিছনে কোন রকম চক্রান্ত চলছে এই নিয়ে তদন্ত চালাচ্ছেন মুম্বই পুলিশ।

গত ৪ ডিসেম্বর মুম্বই পুলিশের কাছে এই হুমকি মেল টি যায়, যেখানে লেখা ছিল আগামী দু ঘন্টার মধ্যে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট কে উড়িয়ে দেওয়া হবে। কিশোরের বয়স ১৬ হলেও সে যে কাজটি করেছে সেটা নিতান্তই অন্যায় কাজ, তাই তাকে জেল হেফাজতে রাখা হচ্ছে।

About Author