ব্যারাকপুরে খোঁজ পাওয়া গেলো তিন করোনা আক্রান্ত রোগীর। ব্যারাকপুর মহকুমার বাসিন্দা এক প্রাক্তন পুলিশকর্মী, এক নার্স এবং এক বৃদ্ধ আক্রান্ত হলেন করোনায়। তাদের প্রত্যেকেই বারাসাতের করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনের পাশাপাশি তাদের পরিবারের সকল সদস্যকেই পাঠানো হয়েছে কোয়ারিন্টাইনে। তবে এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এখনো কিছু জানানো হয়নি। রেড জোন উত্তর ২৪ পরগণার গুরুত্বপূর্ণ এই এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মেলায় এলাকাবাসী যথেষ্টই চিন্তায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত পানিহাটির বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জানা যাচ্ছে, গত ১০ ই এপ্রিল ওই ব্যক্তির জ্বর হয়েছিল। তিনি স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে জ্বরের ওষুধ খান, কিন্তু তাও জ্বর কমেনি। এরপর ২৩শে এপ্রিল ওই ব্যক্তিকে পানিহাটি পুরসভার কর্মীরা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে ওই ব্যক্তিকে ব্যারাকপুরের করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার পরীক্ষা করা হয় এবং করোনা ধরা পড়ে, তারপর তাকে বারাসতের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই ওই ব্যক্তি চিকিৎসাধীন।
দ্বিতীয় জন হলেন ব্যারাকপুর শহরের এক বৃদ্ধ। জানা যাচ্ছে, তিনি শারীরিক অসুস্থতার জন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পেয়ে বাড়ি ফেরার পর তাঁর জ্বর আসে। ওই বৃদ্ধকে ব্যারাকপুরের করোনা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তার পজিটিভ পাওয়া যায়। সেখান থেকে তাকে বারাসাতের করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের এক নার্সের শরীরেও করোনা পাওয়া যায়। ওই নার্স মারোয়ারী হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯শে এপ্রিল তার জ্বর আসলে তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাঙুর হাসপাতালে পাঠানো হয় ওই নার্সকে। বাঙুর হাসপাতাল থেকে রাজারহাটের কোয়ারিন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসলে তাকে পুনরায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।