দেশনিউজ

করোনা যুদ্ধেও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত, শহীদ ৩ CRPF জওয়ান

Advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। কিন্তু এর মধ্যেও জঙ্গি হামলার বিরাম নেই। শনিবার কাশ্মীরের বারমুলা জেলার সোপোরে জঙ্গি হামলার মৃত্যু হলো তিন সিআরপিএফ জওয়ানের। উত্তর কাশ্মীরের এই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু ছাড়াও জখম হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার বারামুলা জেলার সোপোরের আওয়াদবাব ক্রসিংয়ের কাছে টহল দিচ্ছিলেন সিআরপিএফ এর জওয়ানরা। সেই সময় জওয়ানদের একটি গাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। ঘটনায় গুরুতর ভাবে জখম হন তিন জওয়ান। তাদের স্থানীয় এসডিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনজন।

জম্মু কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, ‘সোপোরের নুরবাগ এলাকায় সিআরপিএফ এর টহলদারি চলার সময় তাদের একটি গাড়িতে জঙ্গিরা আক্রমণ করে। তার ফলে আহত দুই জওয়ানের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাড়ির চালকের। জঙ্গিরা ওই এলাকার জঙ্গলে লুকিয়ে পড়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’

Related Articles

Back to top button