সম্প্রতি আরও শক্তি বেড়ে গেল ভারতীয় বায়ুসেনার। একদিকে যখন উত্তেজনা ছড়াচ্ছে চিন-পাকিস্তান দুই দেশের সামনের সীমান্তে, ঠিক সেই সময়েই আরও শক্তিশালী হল ভারতের বায়ুসেনা। সম্প্রতি ভারতের হাতে চলে এলো রাফালের দ্বিতীয় ব্যাচ। সূত্র হতে জানা গিয়েছে যে রাত ৮ টা ১৪ মিনিটে তিনটি মাল্টিরোল কমব্যাট রাফালে যুদ্ধবিমান এসে পৌঁছায় জামনগর এয়ারবেসে।
আরও জানা গিয়েছে, এইদিন জামনগরে পৌঁছেছে এই যুদ্ধবিমান। ফরাসি এয়ারবেস থেকে ভারতে আসতে তার সময় লেগেছে ৮ ঘণ্টা। তিনবার মাঝ আকাশে তেল ভরা হয় এই পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমানগুলিতে। এমনটাই জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনা সূত্র হতে। সেই সূত্র হতেই জানা গিয়েছে যে জামনগরে রাখা হবেনা এই বিমানগুলিকে। বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন যে, একদিন এই এয়ারবেসে থাকার পরই এই বিমানগুলি উড়ে যাবে আম্বালা বেসে উদ্দেশ্যে। সেখানেই রাখা হয়েছে আগের পাঁচটি যুদ্ধ বিমানও। তবে এই বিমানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে।
সূত্র হতে জানা গিয়েছে যে, এরপর জানুয়ারিতে তিনটি, ফেব্রুয়ারিতে পাঁচটি এবং মার্চে আরও সাতটি যুদ্ধবিমান পৌঁছে যাবে আম্বালা বিমানঘাঁটিতে। সেগুলিও অন্তর্ভুক্ত করা হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে। ইতিমধ্যেই এই বিমানগুলির প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বায়ুসেনার পাইলটেরা। প্রশিক্ষণ পর্ব চলছে ফ্রান্সেই। সাথে চলছে যুদ্ধবিমানে জ্বালানি ভরা-সহ একাধিক কারিগরি বিদ্যার প্রশিক্ষণও।
২০১৬ সালের চুক্তি অনুসারে ফ্রান্স হতে মোট ৩৬টি রাফালে যুদ্ধবিমান আসবে ভারতে। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবগুলি বিমান পৌঁছবে ভারতে। যার ফলে আরও বেড়ে উঠবে ভারতের বায়ুসেনার শক্তি। তবে দুটি রাফালে স্কোয়াড্রনের মধ্যে একটিকে রাখা হবে হরিয়ানার আম্বালায় এবং অপরটিকে রাখা হবে আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।