হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবসহ উত্তর ভারতের একাধিক জেলা বৃষ্টি বিধ্বস্ত। কোথাও বন্যায় বাড়িঘর ভেসে যাচ্ছে তো কোথাও জলের তলায় বিস্তীর্ণ এলাকা। হিমাচল প্রদেশে বৃষ্টির ভয়ের রূপ এবং নদীর গর্জন অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। এর মাঝেই এবার বাংলায় সাইক্লোনিক সার্কুলেশনের সতর্কবার্তা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর মতে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ১৮ই জুলাই থেকে সাগরের উপর একটি ঘুর্ণাবর্ত ঘনীভূত হবে। তাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নিম্নচাপ দেখা যাচ্ছে। আগামী দিনে এর ফলে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি হলুদ সতর্কতা। এই বৃষ্টির কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্য তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর ওড়িশা,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায়।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণবাত্য তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত্যের জন্য উপকূলীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত। আজকের পর বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। এরপর অবশ্য আবার শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত নামতে পারে।