কলকাতানিউজরাজ্য

আগামীকাল থেকে রাস্তায় নামবে অতিরিক্ত ৩০০ সরকারি বাস, মোট ৯০০ বাস নামবে শহরে

Advertisement

আগামীকাল থেকে কলকাতার রাস্তায় আরও বেশি করে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিলো রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে ৯০০ সরকারি বাস চলবে শহরে। গত দুদিনে সব রুট মিলে ৬০০ সরকারি বাস চলছিল, আগামীকাল থেকে ৩০০ অতিরিক্ত বাস চলবে। ১লা জুন থেকে খুলে গিয়েছে একাধিক সরকারি অফিস, কলকাতার বেশিরভাগ বড় মার্কেট। ফলে সময়মতো গন্তব্যে না পৌঁছাতে পেরে পরিবহন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তারপরেই বেশি সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর।

এদিকে আজ ২২ টি রুটের বেসরকারি বাস এবং মিনিবাস নামলো রাস্তায়। সূত্রের খবর, আগামীকাল থেকে আরও অনেকগুলি রুটের বেসরকারি বাস এবং মিনিবাস রাস্তায় নামবে। প্রসঙ্গত, লকডাউন পিরিয়ডে সরকারি বাস চালু করা হয়েছিল ৫০ টি রুটে। সেইসময় ২৪০ টি সরকারি বাস চালানো হয়েছিল বিভিন্ন রুটে। কিন্তু ১লা জুন একসাথে অনেকগুলি সরকারি-বেসরকারি অফিস, বাজার খুলে যাওয়ায় যাত্রীর চাপ হঠাৎ বেড়ে যায়। ফলে ২৪০ টি বাস দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছিলনা। তাই গতকাল ২৪০ এর পরিবর্তে ৬০০ টি বাস নামানো হয় রাস্তায়।

পরিবহন দপ্তর সূত্রে জানানো হচ্ছে, ২৪০ এর জায়গায় ৬০০ টি বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে ভাবা হলেও আদতে তা হয়নি। বেসরকারি বাস ঠিক ভাবে না চলায়ও প্রবল সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এর পরই আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও ৩০০ বাস নামানো হবে রাস্তায়। এছাড়াও যেখানে যাত্রীদের ভিড় চোখে পড়বে সেখানে শীঘ্রই বাস পাঠানো হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। এক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে ট্রাফিক পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে।

Related Articles

Back to top button