Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথমদিনেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি, ১০ কোটি টাকা আয় রেলের

দীর্ঘদিন থেকে লকডাউন চলছে দেশে। এর মধ্যে ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার প্রথম দফায় ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার…

Avatar

দীর্ঘদিন থেকে লকডাউন চলছে দেশে। এর মধ্যে ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার প্রথম দফায় ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার টিকিট বুকিং শুরু হয়েছিল সোমবার বিকাল ৪ টা থেকে। অনলাইনে আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছিল টিকিট। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মাত্র কয়েক ঘন্টায় রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করেছে আইআরসিটিসি। মাত্র ৩ ঘন্টায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই বাবদ রেলের আয় হয়েছে ১০ কোটি টাকারও বেশি।

অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে। একসঙ্গে বহু মানুষ টিকিট কাটার চেষ্টা করায় ক্র্যাশ করে যায় ওয়েবসাইট। প্রায় দু’ঘন্টা পর ছ’টা নাগাদ ওয়েবসাইটটি কাজ করতে শুরু করে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় হাওড়া-নয়াদিল্লি ট্রেনের সমস্ত টিকিট। মঙ্গলবার বিকাল ৫ টা ৫-এ এই ট্রেনটি নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়বে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ভুবনেশ্বর-নয়াদিল্লি ট্রেনের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় বলে জানা গেছে। মুম্বাই-দিল্লি রুটে ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় রেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশেষ এই ট্রেনে সফর করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। এই ট্রেনের যাত্রীদের বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। যাত্রীদের স্ক্রিনিং করা হবে। এই ট্রেনগুলো সপ্তাহে প্রতিদিন বা ২-৩ দিন অন্তর অন্তর চলতে পারে বলে জানা গেছে।

About Author