করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। এরই মাঝে বিরক্ত হয়ে পড়ছেন অনেকে। তবে আপনার বিরক্তিভাব দূর হতে পারে এই খেলাটির মাধ্যমে। বাড়িতে বসেই খেলতে পারেন গানের লড়াই। এরপর ট্যাগ করতে পারেন কোনো প্রিয় সেলিব্রিটিকে।
বাড়িতে বসে এমনই খেলায় মেতেছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি টাইগার শ্রফের একটি ইন্সটাগ্রাম ভিডিওতে খালি গলায় গান গাইতে দেখা গেলো তাকে। অনন্যা পান্ডের চ্যালেঞ্জ অনুযায়ী গাইলেন তারই সিনেমার গান “মেরে দিলকে রাস্তো পে”। এরপর মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তার গান শুনে শিল্পা শেঠি লিখেছেন, “আরে এটাতো দেখছি নতুন গুণ যা লুকিয়ে রেখেছিলে এতোদিন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই খেলার নিয়ম হলো যে শব্দে গান শেষ হচ্ছে সেই শব্দ দিয়েই আর একজনকে গাইতে হবে গান। শেষ যিনি গাইবেন তিনি ট্যাগ করে চ্যালেঞ্জ করবেন অন্য আরেকজনকে। সেই নিয়মানুযায়ী টাইগার চ্যালেঞ্জ জানিয়েছেন হৃতিক রোশন, শ্রদ্ধা কাপুর ও কৃতি শ্যাননকে। তার শেষ করা শব্দ দিয়ে এবার গান গাইতে হবে তাদের।
View this post on Instagram