অসাবধানতায় টিকটক ভিডিও করলে যে কিরকম পরিনতি হতে পারে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি ছেলে ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট দেখাতে গিয়ে প্রায় লাইনে কাটাই পড়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ সে ট্রেনের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে ট্রেনের হাতল ছেড়ে দেয়। তারপরে দেখলে মনে হবে ছেলেটির গলা কাটা পড়তে চলেছে ট্রেন লাইনে। এরপর সেই ভিডিও বানানো উঁকি মেরে দেখছিল ট্রেনের লোকজন। স্বভাবতই তারা চিৎকার করে ওঠে, যা সেই ভিডিওতে ধরা পড়েছে।
কিন্তু কিছুক্ষণ পরই ছেলেটি আবার ট্রেন লাইন থেকে মাথা বের করে বেরিয়ে যায়। এমন ভয়াবহ ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে যুবক। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ এই ভিডিও নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে শেয়ার করে এই ঘটনার নিন্দা করেছেন রেলমন্ত্রী পিযুশ গয়াল।
আরও পড়ুন : বেড়েই চলেছে মৃত্যু মিছিল, করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো ১৮০০
তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, “আপনার এই জীবন মুল্যবান, তাকে ঝুঁকির মুখে ঠেলে দেবেন না।” পিযুশ গয়ালের এই ভিডিও তিন ঘন্টায় ১৭ হাজার বার দেখা হয়েছে। প্রচুর নেটাগরিক এই কিশোরের নিন্দা করেছেন।
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।
नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 18, 2020