দেশনিউজ

দেশে চালু হচ্ছে ‘টাইম ব্যাংক’, জেনে নিন এই ব্যাংকের সুবিধা

Advertisement

মধ্যপ্রদেশ : দেশের মধ্যে আসছে এক নতুন ব্যঙ্ক, নাম ‘টাইম ব্যঙ্ক’। এই ব্যঙ্কে কোনো টাকাপয়শা লেনদেন নয়, বরং অন্যকিছু হয়। এই ব্যঙ্কের গ্রাহকরা নিজ ইচ্ছানুসারে যেকোনো পরিষেবা দেবে তার পরিবর্তে তার অ্যাকাউন্টে একই সংখ্যক ক্রেডিট আওয়ার জমা হবে। এই ক্রেডিট আওয়ার জমানোর মাধ্যমে অনেক সুবিধা পাবে গ্রাহকরা। এটি প্রথম তৈরী হতে যাচ্ছে মধ্যপ্রদেশে। আর কিছুদিনের মধ্যেই চালু হবে এই ব্যঙ্ক। এই নতুন ব্যঙ্ক মধ্যপ্রদেশের মানুষের মনের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।

মধ্যপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ শ্রীবাস্তব সব জেলার জেলাশাসক ও অন্যান্য কর্মীদের এই ব্যঙ্ক তৈরী কাজে মনোনিবেশ করতে নির্দেশ দিয়েছেন। মনোজ শ্রীবাস্তব জানিয়েছেন প্রতি জেলায় আলাদা আলাদা শাখা থাকবে। আবার একের বেশিও ব্যঙ্ক থাকতে পারে প্রতি জেলায়। তিনি জানান, “এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে একসাথে অভাবী ও যত্নশীল মানুষদের একই সাথে আনা হবে। যেকোনো সময় ব্যঙ্ক নেটওয়ার্কে কারও প্রয়োজন পড়লেও, অন্য কেউ সাহায্য করতে পারবে, ফলে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট আওয়ার জমা হবে। রাজ্যের প্রত্যেকটি স্তরের মানুষরা সাহায্য নিতে পারবে এই ব্যঙ্কের মাধ্যমে।”

বাইরের দেশে এধরনের অনেক টাইম ব্যঙ্ক থাকে। যেখানে পরিষেবা দিলে অর্থের পরিবর্তে সময় জমা হবে অ্যাকাউন্টে। পরবর্তী সময়ে এই ক্রেডিট আওয়ারের মাধ্যমে অনেক সুবিধা পাবে গ্রাহকরা। ভারতের মধ্যপ্রদেশে প্রথম টাইম ব্যঙ্ক তৈরীকরে এক অন্যতম নজির গড়তে যাচ্ছে। এই ব্যঙ্কের ফলে রাজ্যবাসীর সুবিধা হবে এমন মনে করছে মধ্যপ্রদেশের সরকার।

Related Articles

Back to top button