খেলাক্রিকেট

শিরোপা অধরা, জলে গেল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ৯১০ কোটি টাকা

তারা দল গঠন করতে এখনো পর্যন্ত ৯১০ কোটি টাকা ব্যয় করেছে। শুধু এখানেই সমাপ্তি নয়, ১৫ বছর ধরে বিরাট কোহলিকে ভরণপোষণ করতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যয় করেছে ১৫৮ কোটি টাকা!

Advertisement

পৃথিবীর সবচেয়ে বড় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ আইপিএলে যেন টাকার ছড়াছড়ি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করতে কোটি কোটি টাকা উড়িয়ে দেয় আইপিএলের মেগা নিলামে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মতো সেই তালিকায় রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

২০০৮ সাল থেকে নিয়মিতভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে আসছে ব্যাঙ্গালোর। যার মধ্যে আটবার প্লে-অফ এবং দুইবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল বিরাট কোহলিরা। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন আজও দুঃস্বপ্ন হয়ে রয়েছে।

চলতি আইপিএলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটে পরাজিত হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এর সাথে সাথে চলতি আইপিএল থেকেও বিদায় নিতে হয় কোহলিদের। তবে চলতি আইপিএল থেকে বিদায়ের সাথে সাথে পুরনো দিনের হিসাব খুলে বসেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবির।

জানা যাচ্ছে, আইপিএলের শুরু থেকে এখনো পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বাকিদের তুলনায় সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। তারা দল গঠন করতে এখনো পর্যন্ত ৯১০ কোটি টাকা ব্যয় করেছে। শুধু এখানেই সমাপ্তি নয়, ১৫ বছর ধরে বিরাট কোহলিকে ভরণপোষণ করতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যয় করেছে ১৫৮ কোটি টাকা!

চলতি আইপিএল থেকে বিদায়ের সাথে সাথে পুরনো দিনের হিসাব খুলতেই চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের। ৯১০ কোটি টাকা খরচ করেও শিরোপার কোটা আজও শূন্য। আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত এত টাকা খরচ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ বলতে গেলে পুরো টাকাটাই জলে গেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের।

Related Articles

Back to top button