নিউজপলিটিক্স

লক্ষ্য একুশের বিধানসভা ভোট, দ্বিতীয় দফায় মেগা ইভেন্ট নিয়ে প্রচার শুরু তৃণমূলের

Advertisement

দিদিকে বলো র পর নতুন উদ্যোগ তৃনমূলের। আজ সকাল নটায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীদের সঙ্গে বৈঠক করার পর সকাল দশটায় নেতাজি ইন্ডোরে হবে মেগা লঞ্চ। মানুষের পাশে মমতা নিজের কাজে বহুবার তা প্রমাণ করেছেন, এই বার্তা নিয়েই রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবেন তৃণমূলের কর্মীরা। তৃণমূল কোন জায়গায় আলাদা কী কাজ করেছে, কেন তারা অন্যদলের তুলনায় এগিয়ে থাকবে, সরকার কোন প্রকল্পে কী করেছে, সাধারণ মানুষের জন্য আর কি করনীয় সে সব খবর নিয়ে মানুষের কাছে পৌঁছবে এই দল।আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে মেগা লঞ্চকে সফল করতে ১০ লাখ কর্মী ১০টি ধাপে কাজ করবেন। তৃণমূল কোন জায়গায় আলাদা কী কাজ করেছে? সরকার কোন প্রকল্পে কী করেছে, সব খবর নিয়ে মানুষের কাছে পৌঁছবে দল।

বাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা দরকার,সাধারণ মানুষের সব সমস্যা সমাধানে তারা কি কি করেছে এবং আগামী তে করবে সেটা মানুষকে বোঝাতে মাঠে নামছে তৃণমূল। দিদিকে বলোর পর এবার দ্বিতীয় দফার প্রচারের প্রস্তুতি চূড়ান্ত। রাজ্যের সাড়ে ৮ হাজার গ্রামে দিদিকে বলো কর্মসূচি হয়েছে। দিদিকে বলো-তে মূলত উঠে এসেছে স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা ও রাস্তা নিয়ে সমস্যার দিকগুলি।

আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

মেগা লঞ্চকে সামনে রেখে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি বিধায়ককে নিজের কেন্দ্রে ১৫ দিন করে থাকতে হবে, কমপক্ষে ৪৫টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে হবে সেই সময়ে। যেতে হবে ধর্মীয় স্থানগুলিতে। শহরাঞ্চলে প্রচারে বাড়ি বাড়ি যেতে হবে এবং গ্রামে ছোট ছোট সভা করতে হবে। তৃণমূলের দাবি এমন মেগা ইভেন্ট এই প্রথম হবে৷ বিধানসভা ভোটকে কেন্দ্র করে সব দলগুলির মধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি।

Related Articles

Back to top button