Today Trending Newsদেশনিউজপলিটিক্সরাজ্য

বাংলাদেশী নাগরিক দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! গুরুতর অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বোরা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আসল জন্মস্থান এবং তার নাগরিকত্ব নিয়ে সঠিক তদন্ত করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

Advertisement

এবারে খোদ বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে বিতর্ক উস্কে দিলেন রাজ্যসভার সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। অভিযোগপত্রে প্রধানমন্ত্রীকে রিপুনের দাবি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে তদন্ত প্রয়োজন। তারই সুরে সুর মিলিয়ে এবারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফ থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, “নিশিত প্রামানিক ভারতীয় নাকি বাংলাদেশি সেটা খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন।” ফলে এবারে নতুন মন্ত্রী কে বেশ ফাঁপরে পড়েছে বিজেপি।

রিপুন লিখেছেন, ” কোচবিহারের সাংসদের বাড়ি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি পুলিশ থানায়। পশ্চিমবঙ্গে তিনি কম্পিউটার শিখতে এসেছিলেন। তারপরে কম্পিউটার প্রশিক্ষণ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপরে বিজেপির টিকিটে কোচবিহারের সাংসদ হন। তারপরে কারসাজি করে কোচবিহারের ঠিকানা নির্বাচনী হলফনামায় তিনি দেখান। ” তিনি আরো দাবি করেছেন, নিশীথ প্রামানিক ভারতীয় প্রধানমন্ত্রী হওয়ার পরেও বাংলাদেশে তার জন্ম ভিটাতে যারা যারা রয়েছেন তারা অত্যন্ত আনন্দ করেছিলেন। বাংলাদেশ তার বড় ভাই থাকেন। একজন বাংলাদেশী নাগরিক সরাসরি দেশের মন্ত্রী হয়ে গেলেন। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আমি চাই যাতে তার জন্মস্থান এবং তার নাগরিকত্ব নিয়ে সঠিক তদন্ত করা হোক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি আর্জি জানিয়েছেন রিপুন। ইতিমধ্যেই টুইট বার্তায় তিনি তার কথা জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ একত্রে ওই কংগ্রেস নেতার মন্তব্য সমর্থন করে তদন্তের আর্জি জানিয়েছেন। ব্রাত্য বসু বলেছেন, ” রাজ্যসভার সাংসদ একেবারে সঠিক প্রশ্ন করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে নিশীথ প্রামানিক সরাসরি বাংলাদেশের নাগরিক। তাকে নিয়োগ করার আগে কোন পরীক্ষা করা হয়নি কেন? একাধিক অপরাধের কথা তো ভুলেই যান। আপনাদের লজ্জা লাগা উচিত। ”

তার সাথে সাথেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, “নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অন্তত 13 টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যেকটি ফৌজদারি মামলার এখনো পর্যন্ত কোন নিষ্পত্তি হয়নি। তার পাশাপাশি এবারে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল নাগরিকত্ব নিয়ে। তিনি বর্তমানে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা চাই যেন তার বিরুদ্ধে তদন্ত করা হোক।” অন্যদিকে নিশীথ প্রামানিক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নেই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। নিশীথ প্রামাণিকের জন্ম এবং পড়াশোনা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে। যদি বাংলাদেশে তার আত্মীয়রা আনন্দ করে থাকেন তাতে কোনো ভাবেই তিনি বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন না।

Related Articles

Back to top button