নিউজপলিটিক্সরাজ্য

২০২১ নির্বাচনের লক্ষ্যে আজ প্রথম সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবেন দলের “বেসুরোদের” বার্তা

Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলায় শাসক দল তাদের আধিপত্য বজায় রাখতে ইতিমধ্যেই ভোট প্রচারের উদ্দেশ্যে সম্মুখ সমরে নেমে পড়েছে। আজ অর্থাৎ রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে সভা করে ২০২১ নির্বাচনী প্রস্তুতির দামামা বাজাবে। আজ দুপুর ২ টোর সময় মুচিশা হাই স্কুল মাঠে হবে জনসভা। আজকের এই জনসভায় মোট ৭ টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল সমর্থকরা উপস্থিত থাকবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। তার আগে তার আজকের জনসভার মূল উদ্দেশ্য ২০২১ নির্বাচনের আগে দলের হাল ধরা। এছাড়াও গত কয়েকদিন ধরেই শুভেন্দু ইস্যু নিয়ে তৃণমূলের অন্দরে বেশ জোট পাকছে। আজকের জনসভায় দলের “বেসুরদের” বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আজকের সভায় একদিকে অভিষেক যেমন শেষ ১০ বছরে তার অঞ্চলের তৃণমূলের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরবে, ঠিক অন্যদিকে দলের অভ্যন্তরে বেসুরো নেতাদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখবেন।

কিছুদিন আগে শুভেন্দু অধিকারী প্রথমে হুগলি রিভার ব্রিজ কমিশনার এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন এবং তার ঠিক পরদিনই রাজ্যের কয়েকটি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেন তিনি। এরফলেই জোট জল্পনা উঠছে তিনি খুব শীঘ্রই হয়তো দলত্যাগ করবেন। সেই সাথে কোচবিহারের তৃণমূল নেতা মিহির গোস্বামী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে শীলভদ্র দত্ত তৃণমূল ছেড়েছেন। এরকম পরিস্থিতিতে তৃণমূলের অন্তরে চলছে প্রবল জটিলতা। সেই ব্যাপারে বিজেপিগামি বেসুরো নেতাদের উদ্দেশ্যে আজ বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মন্ত্রিত্ব পদ ত্যাগ করার পর আজ আবার অরাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আজকের সভা নিয়ে বঙ্গ রাজনীতিতে চলছে প্রবল চাপানউতোর। আজ সে মহিষাদলের ছোলা বাড়িতে সভা করবেন। আজকের অরাজনৈতিক সভাতে তিনি কি বক্তব্য রাখবে তার দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। হয়তো তিনি আজকের সভাতেই তার পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দেবেন।

Related Articles

Back to top button