বাজারে সবজি কেনা নিয়ে বচসা। তারপর এই বচসা পরিণত হল খুনে। রবিবার রাতে এরকম এক ঘটনায় শোরগোল পড়ে গেলো বাঁকুড়ার সারেঙ্গা থানার জামবনি গ্রামে।সব্জির জন্য এক তৃণমূল কর্মী নিহত হলেন তার প্রতিবেশীর হাতে।
সূত্রের খবর, গতকাল রবিবার সকালে সারেঙ্গার বাসিন্দা মৃত্যু তৃণমূল কর্মী পূর্ণেন্দু মহান্তির সাথে পিড়রগাড়ির বাজারে ফুলকপি কেনাকে কেন্দ্র করে অচিন্ত্য দাস নামে এক ব্যাক্তির সাথে বচসার সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে এই বচসার মিটমাট হয়ে যায়। কিন্তু সেদিন রাত্রে বাড়ি ফেরার পথে পূর্ণেন্দু বাবুকে আক্রমণ করেন অচিন্ত্য এবং লাঠি ও রড দিয়ে তাকে বেপরোয়া ভাবে মারধর করেন।
মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় সারেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ণেন্দু বাবুর মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
গতকাল রাতের পুলিশ অভিযুক্ত অচিন্ত্য দাসকে আটক করেছে। নিহতের পরিবার সারেঙ্গা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তবে শুধুমাত্র ফুলকপি নিয়ে বচসার ফলে এই ঘটনাটি যে আদৌ ঘটেনি তাতে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।