পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকায় এক তৃনমুল নেতাকে অজ্ঞাত দুস্কৃতিরা কুপিয়ে হত্যা করে। মৃত ব্যক্তি শান্তনু মাহাতোর বাড়ির আশেপাশেই ওত পেতে ছিলো সেইসব অজ্ঞাত দুস্কৃতিরা, এরপর তাকে কুপিয়ে খুন করা হয়। খুন করে এলাকা ছাড়ার সময় সেইসমস্ত দুস্কৃতিরা আকাশের দিকে নির্দেশ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলো বলে পুলিশ জানিয়েছে।
শান্তনু মাহাতোকে কুপিয়ে হত্যা করার পরই তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের মতে, শান্তনু টিএমসির মধ্যে লড়াইয়ের শিকার হয়েছিলেন যার ফল হল মৃত্যু।
আরও পড়ুন : মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার, রাণি রাসমণি রোডের ধর্নামঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী
তৃনমুলের মহাসচিব পার্থ চ্যাটার্জি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “পুলিশকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ড সংঘাতের ফলাফল নয়, তবে আমাদের দলের কেউ যদি জড়িত থাকে তবে আমরা যথাযথ ব্যবস্থা নেব।”