একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এবারের নির্বাচনে তৃণমূল বা বিজেপি দুই দলেই তারকা প্রার্থীর ভিড় চোখে পড়ার মতো। তবে তারকা প্রার্থী নিয়ে নির্বাচন প্রাক্কালে জোর ধাক্কা খেলো ঘাসফুল শিবির। ভোটের ঠিক আগে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এই তারকা। ঘন ঘন জ্বর আসায় করোনা সন্দেহে গতকাল অর্থাৎ শুক্রবার তিনি টেস্ট করান। সেই টেস্টে অভিনেতার সোয়াইন ফ্লু ধরা পড়েছে। অসুস্থতা নিয়ে আপাতত বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সোহম চক্রবর্তী।
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করে। নির্বাচনের প্রাক্কালে যখন জোর কদমে প্রচারের কাজ চলছে, তখনই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এই চূড়ান্ত পর্বে উপস্থিত হয়ে সোহম আদেও সুস্থ হয়ে ভোট প্রচার করতে পারবে নাকি তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। গতকাল বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা জানিয়েছেন, “আপাতত ভালো আছেন অভিনেতা। তবে আর কিছুদিন অবজারভেশনে থাকতে হবে তাকে।” তবে এখানেই শেষ নয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও শরীর সুস্থ হওয়ার পর ভোট প্রচার করতে পারবে সোহম। ফলে আদেও তিনি প্রচারে নামতে পারবেন নাকি সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোহম চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পুরনো খিলাড়ি। ২০১৪ সালে তৃণমূলে যোগদান করেন তিনি সক্রিয় রাজনীতিতে অবতীর্ণ হন। তিনি বর্তমানে তৃণমূলের যুব শাখার সহ সভাপতি। ২০১৬ সালের পর এই বছর অভিনেতা দ্বিতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আগেরবার সোহম চক্রবর্তী তার কেন্দ্র থেকে হেরে গিয়েছিল।