Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রথযাত্রা’র পাল্টা শাসক শিবিরের কর্মসূচি দুয়ারে দুয়ারে ‘দিদির দূত’, ভোটের প্রচারে এই বার নতুন কৌশল তৃণমূলের 

গেরুয়া শিবিরের রথযাত্রার পাল্টা কর্মীসূচি। কেবল মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এইবার 'দিদির দূত' হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যাবেন শাসক শিবিরের শীর্ষ নেতারা। সোনারপুর থেকে কামালগাজি পর্যন্ত রোড শ করে…

Avatar

গেরুয়া শিবিরের রথযাত্রার পাল্টা কর্মীসূচি। কেবল মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এইবার ‘দিদির দূত’ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যাবেন শাসক শিবিরের শীর্ষ নেতারা। সোনারপুর থেকে কামালগাজি পর্যন্ত রোড শ করে এইদিন অনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করলেন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।’ দিদির দূত আবার কি?” কটাক্ষ সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakrabarty)।

লোকসভা ভোটের সময়ে রথযাত্রার কর্মসূচি নিয়ে চলেছিল বিস্তর বিতর্ক। বিধানসভা ভোটের যখন দোরগোড়া, তখন আবার বাংলা একই কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবিরের। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার এই রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। কিন্তু সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। এইবার প্রচারের পাল্টা কৌশল নিল শাসক শিবিরও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপির রথযাত্রায় থাকছে একটি সুসজ্জিত গাড়ি। সেই গাড়িতে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন গেরুয়াশিবির নেতারা। জনসভাও করছেন তারা। গেরুয়া রং-র গাড়িতে জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহের (Amit Shah) ছবি। সেই একই কায়দায় গাড়ি চেপেই বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন তৃণমূলের নেতারাও। তবে নীল-হলুদ রং গাড়িতে লাগানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বাংলার বিভিন্ন মণীষীদের ছবি।

ভোটের প্রচারে শাসক শিবিরের এই দিদির দূত কর্মসূচি কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন,”দিদির দূত আবার কি জিনিস? সারা বাংলার বিধায়ক তো নাকি দিদি একাই, সব কেন্দ্রে প্রার্থী তিনি। দিদি বরং বলে দিক, তার সব প্রোজেক্ট ফেল করেছে। আসলে কে কখন বিজেপিতে যাচ্ছে, সেই অপেক্ষায় আছেন। শেষ প্রচেষ্টা করতে এসব ভূত আমদানি করছেন.

About Author