স্বাধীনতার ৭২ বছর পর নাগরিকত্ব নিয়ে চর্চা তুঙ্গে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “তৃণমূল আর একটা স্বাধীনতার আন্দোলন করবে। আপনারা তৈরি থাকুন”। সংহতি দিবসের দিন অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রী কেন্দ্রের বিরুদ্ধে তোপ প্রকাশ করেছেন। তিনি বলেন স্বাধীনতার এতোদিন পর এই নাগরিকত্ব নিয়ে বিচার করা পুরোপুরি যুক্তিহীন।
বিভিন্ন কথায় গেরুয়া শিবিরকে তিনি আক্রমণ করেন। তিনি বলেন, অনান্য ঘটনাকে চাপা দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার NRC নিয়ে এতো বাড়াবাড়ি করছেন। এমনতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে তার ওপর এই NRC কে তিনি অর্থহীন বলে দাবী করেছেন। তার কথায় NRC হলে প্রথমেই সেই তালিকায় নাগরিকত্ব থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাদ পরবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রীর দাবী স্বাধীনতার ৭২ বছর পর নাগরিকত্ব বিচার সম্ভব না এবং তিনি তা মানেন না। তিনি গেরুয়া শিবির কে আক্রমণ করে বলেছেন, “নাগরিকপঞ্জিতে যদি দেখা যায় নাগরিকরা ভুয়ো, তাহলে ভোটে জেতা সরকারও ভুয়ো।”