অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর, ২০২১ সালে টিএমসি বাংলা থেকে মুছে যাবে, পূর্বাভাস দিলীপ ঘোষের
পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি হিসেবে আরও একবার নিযুক্ত হলেন দিলিপ ঘোষ। সিএএ এনআরসি সহ নাগরিকত্ব আইনের সমর্থনে তিনি বুধবার কিছু বিবৃতি দিয়েছেন।
বুধবার তিনি বলেন, বাংলাদেশ থেকে ৭ মিলিয়ন অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে। এই অনুপ্রবেশকারীদের নাম এনআরসির মাধ্যমে চিহ্নিত করে তাদের শনাক্ত করা হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় বিশাল নাগরিকত্ব আইনের সমর্থনে দিলিপ ঘোষ বলেন, যেসব অনুপ্রবেশকারী ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদের চিহ্নিত করা হবে এনআরসির মাধ্যমে, এরমধ্যে ২০ মিলিয়ন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ১০ মিলিয়ন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং বাকিরা সারা দেশে ছড়িয়ে রয়েছে। বাংলায় ১০ মিলিয়ন অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ মিলিয়ন ভোটার রয়েছে।
আরও পড়ুন :জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় নাগরিকত্ব আইন লাগু হবে না। দিলিপ ঘোষ এদিন আরও বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তারা কখনোই ভারতীয় নয়, তারা অনুপ্রবেশকারী।
এদিন রাজ্যের জুনিয়র সংসদীয় বিষয়ক মন্ত্রী তাপস রায় বলেন, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে, মানুষকে বিচলিত করা হচ্ছে। নাগরিকত্ব আইনের মাধ্যমে মানুষকে বিব্রত করা হচ্ছে। সারা দেশে বিজেপি বিক্ষোভ ছড়াচ্ছে যার ফলে সারা দেশ আজ অশান্ত।