Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার জন্য কলকাতায় আর বড় সভা নয়, কর্মসুচীতে নিয়ন্ত্রনে মমতা

Updated :  Monday, April 19, 2021 9:24 AM

চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। আজ রবিবার ফের দৈনিক সংক্রমনের রেকর্ড ভেঙ্গে দিল বাংলার করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪১৯ জন। এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলছে গোটা বঙ্গবাসীকে।

বাংলায় করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে নির্বাচনী জনসভা ও রোড শো। প্রত্যেকটি জনসভাতে হাজার হাজার মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা না করে মেলামেশা করছে। আর তাতেই বাড়ছে সংক্রমণ। এই সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে তৃণমূল কলকাতায় আর কোন বড় জনসভা করবে না। কিছুদিন বাদে বিডন স্ট্রিট একটি জনসভা আছে মমতার। ওটাই হবে মমতার কলকাতায় শেষ জনসভা। এছাড়া ছোটখাটো কোনো জনসভা করতে পারে তৃণমূল বলে জানিয়েছে তারা। তাতে অবশ্য মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভায় উপস্থিত থেকে রাজ্য তথা দেশের করনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তার দাবি, “প্রধানমন্ত্রীর দূরদর্শিতার অভাবে আজ এমন হাল ভারতের। ভারত বাইরে ৮ টি দেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে। কিন্তু এদিকে নিজেদের ভ্যাকসিন নেই। বাইরের দেশকে দেওয়া উচিত নয় এটা বলছি না। বলছি ভ্যাকসিন দেওয়ার আগে নিজেদের দেশের অবস্থা যাচাই করে নেয়া উচিত ছিল।”