প্রতিবন্ধী ভাইকে বাঁচাতে লাগবে টাকা, তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটলেন যুবতী, বিনামূল্যে দেখুন সাহসীতে ভরা এই শর্টফিল্ম
এই গল্পে একটি মেয়ের জীবন সংগ্রামের কথা আপনি জানতে পারবেন
ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তার কারণে আজকালকার দিনে অনেক নির্মাতা ইউটিউব এবং অন্যান্য প্লাটফর্মে নিজেদের শর্ট ফিল্ম রিলিজ করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তাও পায় সেই সমস্ত শর্ট ফিল্ম। ২০১৮ সালে এরকমই একটি শর্ট ফিল্ম মুক্তি পেয়েছিল ইউটিউবে যার নাম দেওয়া হয়েছিল তুমি নারী। এটি আদতে একটি বাংলা শর্ট ফিল্ম এবং এই শর্ট ফিল্মে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জয়িতা দে মজুমদার এবং জিত। প্রতিবন্ধী ভাইকে বাঁচানোর টাকা জোগাড় করার জন্য কিভাবে এক যুবতী ভিন্ন রাস্তায় হাঁটা শুরু করলেন, সেই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমার গল্প।
এই সিনেমায় দেখানো হয়েছে মূলত একটি মেয়ের জীবন সংগ্রামের ঘটনা। রাত করে কাজে যাওয়ার জন্য পাড়ার বয়োজ্যেষ্ঠদের নোংরা কথার সম্মুখীন হবার পরেও সে নিজের সিদ্ধান্তে অটল। যৌন পেশার একজন কর্মী হলেও নিজের এই কাজের পিছনে তার কি স্বার্থ রয়েছে সেটা নিয়েই তৈরি হয়েছে এই গল্পের কাহিনীটি। এখানে এই মেয়েটির সঙ্গে এক ছেলের সম্পর্কের বিষয়টাও দেখানো হয়েছে।
গল্পের প্রথমার্ধ মোটামুটি লাগলেও এই গল্পের দ্বিতীয়ার্ধ বেশ টানটান। নার্সিংহোমের কর্মীর ভাঁওতার পিছনে সেই মেয়েটির যৌন পেশার আসল রহস্য কি সেটা আপনি জানতে পারবেন শুধুমাত্র এই শর্ট ফিল্মটি যত্ন সহকারে দেখলেই। এই গল্পে ওই মেয়েটির মায়ের চরিত্রটাও বেশ গুরুত্বপূর্ণ। শারীরিক সম্পর্ক হওয়ার পরেও ছেলেটিকে কেন বিয়ে করতে রাজি হলো না মেয়েটি, সেটাও আকর্ষণের একটা নতুন মাত্রা যোগ করে। উপরন্তু, এই পুরো শর্ট ফিল্মের সব থেকে আকর্ষণীয় জায়গা হল সেই প্রতিবন্ধী ছেলেটির গল্পটা। সবকিছু জানতে হলে আপনাকে এক্ষুনি দেখে ফেলতে হবে এই শর্ট ফিল্ম যা সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ রয়েছে ইউটিউবে।