ভারতে করোনা সংক্রমণের আজ ১০০ দিন, ট্যুইটে বিস্তারিত তথ্য দিলেন মুখ্যমন্ত্রী বিজয়ন
দেশের মধ্যে প্রথম করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল কেরলে। চীনের ইউহান থেকে দেশে ফেরা কেরলের এক ছাত্রের দেহেই দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। সেই কেরলে আজ সংক্রমণের ১০০ দিন পেরোলো। আজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট করে এই ১০০ দিনের রাজ্যে করোনা সংক্রান্ত পরিসংখ্যান দিয়েছেন। ট্যুইটে তিনি জানান, ‘কেরলে সংক্রমণের ১০০ দিন পরে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন।’
তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত রাজ্যে ১২,১৭০ টি নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। রাজ্যে গরীবদের খাবার দেওয়ার জন্য ১,২৫১ টি কমিউনিটিত কিচেন খোলা হয়েছে। যেখান থেকে ২৮,০৮,৬৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। ৩,৬৭৬ জনকে এখনো পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, কেরলে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এখনো পর্যন্ত সেখানে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি। এর কারণ, সরকার কড়া হাতে সব নিয়ন্ত্রণ করেছে। ফলে হাতের বাইরে কখনোই চলে যায়নি কেরলে করোনা আক্রান্তের সংখ্যা।
100 Days of #COVID19 | Kerala Story
It's been 100 days since the first case was reported.
258 active cases
97 recovered
Total confirmed: 357
Deaths: 2
12710 samples testedSpecial COVID Hospital
1251 Community Kitchens
2808650 Individuals Served
3676 Destitutes Rehabilitated— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 10, 2020
এদিকে দেশে করোনার প্রভাব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬,৭০০। এখনো পর্যন্ত মারণ এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২০৬ জনের। করোনার সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ লকডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। যার মেয়াদকাল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। তবে ভারতে করোনার প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন শেষ হবে কি না বলা মুশকিল।