ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনা আতঙ্কের মধ্যেই দাম কমলো সোনার, দেখে নিন আজকের দাম

Advertisement

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই দাম কমলো সোনার। এই নিয়ে টানা তিনদিন দাম কমলো সোনার। গত সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছে গিয়েছিল ৪৭,০০০ টাকায়। সেই দাম কমেছে অনেকটাই। আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫,৭৬৮ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম কমার সাথে সাথেই দাম কমেছে ২২ ক্যারেট সোনারও। ২২ ক্যারের সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪০,৮৫০ টাকা।

সোনার দাম কমার সাথে সাথেই রুপোর দামও কমেছে বেশ কিছুটা। রুপোর দাম আজ প্রতি কেজিতে ৪১,৬০২ টাকা। রুপোর প্রতি কেজিতে কমেছে ০.৩৫ শতাংশ। করোনা ভাইরাসের ফলে মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। একই অবস্থা ভারতেও।

আর এই পরিস্থিতিতে সকলে সোনার উপরেই ইনভেস্ট করতে চাইছে, ফলে সোনার দাম আরও বাড়ছে। একে লকডাউনের ফলে বন্ধ বাজার, ফলে স্বর্ন ব্যাবসায়ীদের বেশিরভাগই পড়েছেন প্রবল সমস্যায়। তার উপর সোনা রুপোর দাম এমন বাড়া-কমা চলতে থাকলে তাদের অবস্থা যে আরও খারাপ হবে সেকথা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button